ভালো বেতনে, ৩টি পদে নেবে এনএসইউ
১. পদের নাম : ডেসপাস রাইডার।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত বিএসসি বা বিএ বা বিকম পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : যেকোনো প্রতিষ্ঠানে ডেসপাস রাইডার হিসেবে অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
দক্ষতা : মোটর সাইকেল চালাতে ও নিজের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের শেষ তারিখ : ১১ জুন, ২০২২।
বেতন, ভাতা : আকর্ষণীয় বেতন দেওয়া হবে। এর বাদেও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, উৎসব বোনাস, চিকিৎসা পরামর্শ সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম : একটি আবেদনপত্র তৈরি করে তাতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। দুই কপি ছবি আবেদনে যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্মঅভিজ্ঞতা ও লাইসেন্সের কপি আবেদনে সত্যায়িত আকারে যুক্ত করতে হবে। মেইল ও মোবাইল আইডি দিতে হবে।
আবেদন করবেন : নিজের নাম, পদ ও যোগাযোগের ঠিকানা দিয়ে বরাবর পরিচালক (প্রশাসন), নর্থ সাউথ ইউনিভার্সিটি, বসুন্ধরা আবাসিক এলাকা, বি ব্লক, প্লট ১৫, ঢাকা ১২২৯। ইমেইল : nsuhr@northsouth.edu.
২. পদের নাম : স্টোর অ্যাসিসটেন্ট।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত বিএসসি বা বিএ বা বিকম পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : যেকোনো প্রতিষ্ঠানে স্টোর অ্যাসিসটেন্ট হিসেবে অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
দক্ষতা : কম্পিউটার ভালোভাবে ব্যবহার করতে পারতে হবে। ইংরেজিতে বলতে ও লিখতে পারতে হবে।
অগ্রাধিকার : টালি সফটওয়্যার ব্যবহার করতে পারলে অগ্রাধিকার লাভ করবেন।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের শেষ তারিখ : ১১ জুন, ২০২২।
বেতন, ভাতা : আকর্ষণীয় বেতন দেওয়া হবে। এর বাদেও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, উৎসব বোনাস, চিকিৎসা পরামর্শ সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম : একটি আবেদনপত্র তৈরি করে তাতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। দুই কপি ছবি আবেদনে যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্মঅভিজ্ঞতা আবেদনে সত্যায়িত আকারে যুক্ত করতে হবে। মেইল ও মোবাইল আইডি দিতে হবে।
আবেদন করবেন : নিজের নাম, পদ ও যোগাযোগের ঠিকানা দিয়ে বরাবর পরিচালক (প্রশাসন), নর্থ সাউথ ইউনিভার্সিটি, বসুন্ধরা আবাসিক এলাকা, বি ব্লক, প্লট ১৫, ঢাকা ১২২৯। ইমেইল : nsuhr@northsouth.edu.
৩. পদের নাম : গাড়ি চালক বা ড্রাইভার।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
কমযোগ্যতা : যেকোনো সরকারী, বেসরকারী বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছরের গাড়ি চালকের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
লাইসেন্স : নিজের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের শেষ তারিখ : ১১ জুন, ২০২২।
বেতন, ভাতা : আকর্ষণীয় বেতন দেওয়া হবে। এর বাদেও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, উৎসব বোনাস, চিকিৎসা পরামর্শ সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম : একটি আবেদনপত্র তৈরি করে তাতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে সব প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। দুই কপি ছবি আবেদনে যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্মঅভিজ্ঞতা ও লাইসেন্সের কপি আবেদনে সত্যায়িত আকারে যুক্ত করতে হবে। মেইল ও মোবাইল আইডি দিতে হবে।
আবেদন করবেন : নিজের নাম, পদ ও যোগাযোগের ঠিকানা দিয়ে বরাবর পরিচালক (প্রশাসন), নর্থ সাউথ ইউনিভার্সিটি, বসুন্ধরা আবাসিক এলাকা, বি ব্লক, প্লট ১৫, ঢাকা ১২২৯। ইমেইল : nsuhr@northsouth.edu.