৯ অফিসার নেবে চট্টগ্রাম সিটি করপোরেশন
সিটি করপোরেশনের নাম : চট্টগ্রাম সিটি করপোরেশন।
নিয়োগ দেওয়া হবে : শূণ্য পদে।
১. পদের নাম : সহকারী প্রকৌশলী।
বিভাগের নাম : যান্ত্রিক।
পদের সংখ্যা : তিনটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশল বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সদস্য হতে হবে।
বয়স : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা এবং প্রতিবন্ধীতায় আক্রান্ত প্রার্থীর ক্ষেত্রে বয়স হতে হবে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম : সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকারের ছবিসহ একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। তার সঙ্গে সকল শিক্ষাগত, জাতীয়তার সনদ, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সদস্য’র সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। অন্য কোনো কর্ম বা প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে যুক্ত করতে হবে।
আবেদন করবেন : মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন বরাবর এক হাজার টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনের সঙ্গে এই ড্রাফট যুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীতায় আক্রান্ত প্রার্থীরা উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করবেন। চাকরিজীবিদেরও কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য : নিয়োগের ক্ষেত্রে সরকারী বিধান অনুসরণ করা হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আবেদন বাতিল হবে। আবেদনে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ, ডিএ দেওয়া হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, প্রধান নিবার্হী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশন-এই ঠিকানা বরাবর নিজের নাম, পদের নাম, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বরসহ ফেরৎ খামে, স্ট্যাম্পসহ আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৬ জুন, ২০২২ তারিখের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিবালয় বিভাগ, সংস্থাপন শাখা, চার তলা, রুম নম্বর ৪০৬ এই ঠিকানায় আবেদন ডাকে বা হাতে, হাতে পৌঁছাতে হবে।
বেতন, ভাতা : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে নবম গ্রেড লাভ করবেন। চাকরির শুরুতে বেতন হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকার ভেতরে। এর বাদেও স্বশাসিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়মে বাসা, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, অফিস রুম ইত্যাদি সকল সুবিধা প্রদান করা হবে।
২. পদের নাম : সহকারী প্রকৌশলী।
বিভাগের নাম : বিদুৎ।
পদের সংখ্যা : তিনটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিদুৎ প্রকৌশল বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সদস্য হতে হবে।
বয়স : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা এবং প্রতিবন্ধীতায় আক্রান্ত প্রার্থীর ক্ষেত্রে বয়স হতে হবে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম : সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকারের ছবিসহ একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। তার সঙ্গে সকল শিক্ষাগত, জাতীয়তার সনদ, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সদস্য’র সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। অন্য কোনো কর্ম বা প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে যুক্ত করতে হবে।
আবেদন করবেন : মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন বরাবর এক হাজার টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনের সঙ্গে এই ড্রাফট যুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীতায় আক্রান্ত প্রার্থীরা উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করবেন। চাকরিজীবিদেরও কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য : নিয়োগের ক্ষেত্রে সরকারী বিধান অনুসরণ করা হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আবেদন বাতিল হবে। আবেদনে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ, ডিএ দেওয়া হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, প্রধান নিবার্হী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশন-এই ঠিকানা বরাবর নিজের নাম, পদের নাম, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বরসহ ফেরৎ খামে, স্ট্যাম্পসহ আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৬ জুন, ২০২২ তারিখের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিবালয় বিভাগ, সংস্থাপন শাখা, চার তলা, রুম নম্বর ৪০৬ এই ঠিকানায় আবেদন ডাকে বা হাতে, হাতে পৌঁছাতে হবে।
বেতন, ভাতা : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে নবম গ্রেড লাভ করবেন। চাকরির শুরুতে বেতন হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকার ভেতরে। এর বাদেও স্বশাসিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়মে বাসা, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, অফিস রুম ইত্যাদি সকল সুবিধা প্রদান করা হবে।
৩. পদের নাম : জনসংযোগ কাম প্রটোকল অফিসার।
বিভাগের নাম : জনসংযোগ।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা অথবা আন্তর্জাতিক সম্পক বিভাগে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। তথ্য প্রযুক্তি, কম্পিউটার ব্যবহার, যোগাযোগের লিখিত ও মৌখিক দক্ষতা থাকতে হবে।
বয়স : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা এবং প্রতিবন্ধীতায় আক্রান্ত প্রার্থীর ক্ষেত্রে বয়স হতে হবে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম : সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকারের ছবিসহ একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। তার সঙ্গে সকল শিক্ষাগত, জাতীয়তার সনদ, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সদস্য’র সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। অন্য কোনো কর্ম বা প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে যুক্ত করতে হবে।
আবেদন করবেন : মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন বরাবর এক হাজার টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনের সঙ্গে এই ড্রাফট যুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীতায় আক্রান্ত প্রার্থীরা উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করবেন। চাকরিজীবিদেরও কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য : নিয়োগের ক্ষেত্রে সরকারী বিধান অনুসরণ করা হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আবেদন বাতিল হবে। আবেদনে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ, ডিএ দেওয়া হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, প্রধান নিবার্হী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশন-এই ঠিকানা বরাবর নিজের নাম, পদের নাম, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বরসহ ফেরৎ খামে, স্ট্যাম্পসহ আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৬ জুন, ২০২২ তারিখের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিবালয় বিভাগ, সংস্থাপন শাখা, চার তলা, রুম নম্বর ৪০৬ এই ঠিকানায় আবেদন ডাকে বা হাতে, হাতে পৌঁছাতে হবে।
বেতন, ভাতা : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে নবম গ্রেড লাভ করবেন। চাকরির শুরুতে বেতন হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকার ভেতরে। এর বাদেও স্বশাসিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়মে বাসা, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, অফিস রুম ইত্যাদি সকল সুবিধা প্রদান করা হবে।
৪. পদের নাম : মশা নিয়ন্ত্রণ ও ম্যালেরিয়া রোগ নির্মূল অফিসার।
বিভাগের নাম : সচিবালয় বিভাগ।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিভাগ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়স : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা এবং প্রতিবন্ধীতায় আক্রান্ত প্রার্থীর ক্ষেত্রে বয়স হতে হবে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম : সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকারের ছবিসহ একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। তার সঙ্গে সকল শিক্ষাগত, জাতীয়তার সনদ, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সদস্য’র সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। অন্য কোনো কর্ম বা প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে যুক্ত করতে হবে।
আবেদন করবেন : মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন বরাবর এক হাজার টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনের সঙ্গে এই ড্রাফট যুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীতায় আক্রান্ত প্রার্থীরা উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করবেন। চাকরিজীবিদেরও কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য : নিয়োগের ক্ষেত্রে সরকারী বিধান অনুসরণ করা হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আবেদন বাতিল হবে। আবেদনে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ, ডিএ দেওয়া হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, প্রধান নিবার্হী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশন-এই ঠিকানা বরাবর নিজের নাম, পদের নাম, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বরসহ ফেরৎ খামে, স্ট্যাম্পসহ আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৬ জুন, ২০২২ তারিখের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিবালয় বিভাগ, সংস্থাপন শাখা, চার তলা, রুম নম্বর ৪০৬ এই ঠিকানায় আবেদন ডাকে বা হাতে, হাতে পৌঁছাতে হবে।
বেতন, ভাতা : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে নবম গ্রেড লাভ করবেন। চাকরির শুরুতে বেতন হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকার ভেতরে। এর বাদেও স্বশাসিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়মে বাসা, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, অফিস রুম ইত্যাদি সকল সুবিধা প্রদান করা হবে।
৫. পদের নাম : নিরাপত্তা অফিসার।
কাজ করবেন : চট্টগ্রাম সিটি করপোরেশনে।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত উচ্চ মাধ্যমিক শিক্ষাবোড এইচএসসির যেকোনো বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ। শিক্ষাজীবনের কোনো পযায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। যেকোনো প্রতিরক্ষা বাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। সুঠাম দেহ ও ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম : সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকারের ছবিসহ একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। তার সঙ্গে সকল শিক্ষাগত, জাতীয়তার সনদ, জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সদস্য’র সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। অন্য কোনো কর্ম বা প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে যুক্ত করতে হবে।
আবেদন করবেন : মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন বরাবর এক হাজার টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনের সঙ্গে এই ড্রাফট যুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীতায় আক্রান্ত প্রার্থীরা উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করবেন। চাকরিজীবিদেরও কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
উল্লেখ্য : নিয়োগের ক্ষেত্রে সরকারী বিধান অনুসরণ করা হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আবেদন বাতিল হবে। আবেদনে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ, ডিএ দেওয়া হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, প্রধান নিবার্হী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশন-এই ঠিকানা বরাবর নিজের নাম, পদের নাম, যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বরসহ ফেরৎ খামে, স্ট্যাম্পসহ আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৬ জুন, ২০২২ তারিখের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিবালয় বিভাগ, সংস্থাপন শাখা, চার তলা, রুম নম্বর ৪০৬ এই ঠিকানায় আবেদন ডাকে বা হাতে, হাতে পৌঁছাতে হবে।
বেতন, ভাতা : ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে ১১ গ্রেড লাভ করবেন। চাকরির শুরুতে বেতন হবে ১২ হাজার ৫শ থেকে ৩০ হাজার ২শ ৩০ টাকার ভেতরে। এর বাদেও স্বশাসিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়মে বাসা, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, অফিস রুম ইত্যাদি সকল সুবিধা প্রদান করা হবে।
ওএস।