আবুল খায়ের নেবে অ্যাসিসটেন্ট মার্কেটিং অফিসার
প্রতিষ্ঠানের নাম : আবুল খায়ের টোবাকো কম্পানি লিমিটেড।
পদের নাম : অ্যাসিসট্যান্ট মার্কেটিং অফিসার।
নিয়োগ দেওয়া হবে : পুরুষ কর্মকর্তা।
নিয়োগের ধরণ : ওয়াক-ইন-ইন্টারভিউ বা উপস্থিত সাক্ষাৎকারের ভিত্তিতে।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স বা সমমানে পাশ।
বয়স : অন্তত ২৪ বছর।
কর্মঅভিজ্ঞতা : এফএমসিজি সেলস ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা অন্যান্য পণ্য বিক্রিতে অভিজ্ঞরা অগ্রাধিকার লাভ করবেন।
অন্যান্য কর্মযোগ্যতা : চটপটে, উপস্থিত দক্ষতাসম্পন্ন, মানুষকে বোঝানোর ক্ষমতাসম্পন্ন হতে হবে। পণ্য বিক্রিতে দক্ষতা অর্জন করতে হবে।
চালনায় দক্ষতা : মোটর সাইকেল চালাতে পারতে হবে।
কর্মদায়িত্ব : প্রতিজন অ্যাসিসট্যান্ট মার্কেটিং অফিসারকে খুচরো ও পাইকারী ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক উন্নত ও উন্নয়ন, রেটেইল প্রতিটি আউটলেট খুচরো দোকানে এবং দোকানদারদের সঙ্গে নিজেদের পণ্যের উপস্থিতি নিশ্চিত করতে হবে। খুচরো ও পাইকারি বিক্রেতাদের কাছে আবুল খায়েরের পণ্যের গুণ মান উপস্থাপন করতে হবে। পণ্যগুলোর বিক্রয় ও বাজারে উপস্থিতির হার বাড়াতে হবে।
বেতন, ভাতা : ২২ হাজার থেকে আলোচনার মাধ্যমে ২৬ হাজার টাকা দেওয়া হবে। এর বাদেও আবুল খায়ের কোম্পানি লিমিটেডের সুবিধাদি প্রদেয় হবে।
সাক্ষাৎকারের জন্য আসবেন : নিচের যেকোনো ইন্টারভিউস্থলে সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে।
যেসব অঞ্চলে সময়ানুসারে সাক্ষাৎকার গ্রহণ করা হবে : ৩০ মে, ৪ জুন, ৮ জুন, ১৩ জুন ও ১৮ জুন ২০২২ তারিখে-ঢাকার নাভানা এফএস কসমো, আবুল খায়ের গ্রুপ, বাড়ি-৪/বি, রোড-৯৪, ২য় তলা, গুলশান-২, ঢাকা-১২১২। ৩১ মে, ২০২২ তারিখে চট্টগ্রামভিত্তিক এই শিল্প গ্রুপের প্রতিষ্ঠানটিতে চাকরি করতে পারেন এসে-আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, নাসিরাবাদ, বায়েজিদ, রুবি গেট, ৭/৮ নাসিরাবাদ, আবাসিক এলাকা, চট্টগ্রাম। ১ জুন, ২০২২ তারিখে নোয়াখালী ও কাছের প্রার্থীরা আবেদনের জন্য আসতে পারেন-বেগমগঞ্জ, নোয়াখালী, আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড, দ্বীন ইসলাম ভবন, আমানতপুর ব্রিক ফিল্ড বা ইটভাটার পাশে। ৬ জুন, ২০২২ তারিখে যশোর ও আশপাশের প্রাথীরা আসতে পারেন-বাঁচতে শেখা, বিমান বন্দর রোড, আরবপুর, যশোর। ৯ জুন, ২০২২ তারিখে রংপুর ও আশপাশের অঞ্চলের প্রার্থীরা আসতে পারেন-মুলাটোল, পাকা মাথা, রোড-১, বাড়ি-১, রংপুর, আবুল খায়ের টোবাকো লিমিটেড। ১১ জুন রাজশাহী ও আশপাশের প্রাথীরা আসতে পারেন-বড় বনগ্রাম, শাহ মখদুম খানকা শরীফ গেট, জিয়া পার্কের কাছে, রাজশাহী। ১৫ জুন সিলেট ও আশপাশের প্রার্থীরা আসতে পারেন-রোড ২, ব্লক বি, পালপুর, কদমতলী, দক্ষিণ সুরমা, সিলেট।
উপস্থিত চাকরির জন্য সাক্ষাৎকার প্রদানের সময় আনতে হবে : এসএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড, পরীক্ষা পাশের সাটিফিকেট এভাবে সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা থাকলে সেগুলোর মূল কপি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রতিজন প্রাথীকে পূর্ণ জীবনবৃত্তান্ত দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিতে যুক্ত করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিও একটি সেট আকারে আনতে হবে। ইন্টারভিউ বোর্ডে প্রদর্শন করতে হবে।
উল্লেখ্য : প্রাথমিকভাবে নির্বাচিতদের ১৪ দিনের আবুল খায়ের গ্রুপের নিয়মানুসারে প্রশিক্ষণ দেওয়া হবে ও প্রতিষ্ঠানের নিয়মানুসারে প্রশিক্ষণভাতা প্রদান করা হবে। উত্তীর্ণরা এরপর আবুল খায়েরে চাকরি লাভ করবেন।