১ লাখ ২৫ হাজার টাকা বেতনের ম্যাটেরিয়াল ডেভেলপার হবেন?
এনজিওর নাম : কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার।
নিয়োগ দেওয়া হবে : ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট।
চাকরি করবেন : সিওডিইসি এসো শিখি (কাম অ্যান্ড লার্ন) প্রকল্পে।
শিক্ষাগত যোগ্যতা : আইইআর থেকে অনার্স ও মাস্টার্সধারীরা অগ্রাধিকার লাভ করবেন।
আবেদন করতে পারবেন : সাংবাদিকতা, আন্তজাতিক উন্নয়ন, আচরণগত অর্থনীতিসহ সংশ্লিষ্ট বিভাগের প্রার্থীরা।
কর্ম যোগ্যতা : অন্তত সাত বছরের শিক্ষা, যোগাযোগ, গণযোগাযোগ বা আচরণগত পরিবর্তনে কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
যেসব কাজ করবেন : তিনি কমিউনিটি ম্যাটেরিয়ালগুলো ডেভেলপ করবেন। সেগুলো মূল স্টেকহোল্ডারদের শিক্ষার জন্য আচরণগত পরিবর্তনে মূল ভূমিকা পালন করবে। পাশাপাশি বিদ্যালয় চলার সময় সেটির প্রতি সমাজের সম্পর্কের উন্নয়ন ঘটাবে। তাদের সহনশীল করবে।
বেতন : মাসে এক লাখ ২৫ হাজার টাকা দেওয়া হবে। এই বেতনের পাশাপাশি প্রকল্পের বাজেটে বিদ্যমান ভাতাদি লাভ করবেন।
আবেদনের নিয়ম : সিভি দুই কপি পাসপোর্ট আকারের ছবিতে যুক্ত করে সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট নিয়ে যুক্ত করে, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিয়ে আবেদনপত্রটি পাঠাতে হবে।
আবেদন করবেন : বরাবর, নির্বাহী পরিচালক, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিওডিইসি), রোড-২, প্লট-২, লেক ভ্যালি আবাসিক এলাকা, ফয়স লেক, খুলশি, চট্টগ্রাম।
আবেদনের শেষ তারিখ : ২৪ মে, ২০২২, ফিরতি খামে আবেদন করতে হবে। খামের ওপর নাম, মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানা এবং পদের উল্লেখ করতে হবে।
উল্লেখ্য : সমকমঅধিকারে বিশ্বাস করে বলে নারী ও পুরুষের সমান মান প্রদান করা হবে চাকরির ক্ষেত্রে। প্রতিবন্ধীতায় আক্রান্ত, পূর্বপুরুষ, লিঙ্গ, ধর্ম কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।
ইমেইল : hrm@codec.org,bd. ফোন : ৮৮০-০২-৩৩৪৪৬৬৪৮৫।