আনোয়ার খান মেডিক্যালে প্রফেসর নেওয়া হবে
মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম : আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
পদের নাম : অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক।
বিভাগের নাম : গাইনি অ্যান্ড অবস, পেডিয়াট্রিকস, পেডিয়াট্রিক সার্জারি, মেডিসিন, সার্জারি, গ্যাস্ট্রো-এন্টারোলজি, কার্ডিওলজি, ইউরোলজি, ইএনটি, রিওম্যাটোলজি, কার্ডিয়াক সার্জারি, অর্থপেডিক সার্জারি, নিউরোসার্জারি, অনকোলজি, এন্ডোক্রাইনোলজি, সাইকিয়াট্রি, নিউরো-মেডিসিন, অপথালমোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, হেপাটোলজি, রিসপিরিটরি মেডিসিন, জেনারেল ডেন্টিস্ট্রি, অ্যান্ডোডেনটিস্ট, কমিউনিটি মেডিসিন ও ফার্মাকোলজি।
শিক্ষাগত যোগ্যতা ও কর্মঅভিজ্ঞতা : বিএমএনডিসি, পিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুসারে।
আবেদনের নিয়ম : আগ্রহী সব প্রার্থীকে তাদের সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সত্যায়িত সার্টিফিকেটগুলো দুই কপি পাসপোর্ট আকারের ছবিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত অনুসারে তৈরি করতে হবে।
উল্লেখ্য : আবেদনের খামের ওপর অবশ্যই নিজের নাম, পদ ও মোবাইল নম্বর দিতে হবে।
আবেদনের ঠিকানা : বরাবর অধ্যক্ষ, আনোয়ার খান মডান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বাড়ি-১৭, রোড-৮, ধানমন্ডি ঢাকা। অনলাইনে আবেদন করবেন akmmcbd08@gmail.com.
আবেদনের শেষ তারিখ : ২ জুন, ২০২২ অফিস সময়ের মধ্যে।