৩শ পদে অফিসার নেবে এনজিও দিশা
এনজিও’র নাম : দিশা (ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট)।
ধরণ : জাতীয় পর্যায়ের এনজিও।
কাজ করে : ১৯ জেলার ১শ ২ শাখায়। ২৯ বছর ধরে। কমিউনিটি গ্রন্থাগার, আলোঘর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়নে নার্সারি, দুগ্ধ উৎপাদন বাড়াতে খামারিদের ডেইরি অ্যান্ড লাইভস্টক প্রগ্রাম, দক্ষতামূলক ভোকেশনাল প্রশিক্ষণ, আবাসন, কমিউনিটি হেলথ প্রগ্রাম ইত্যাদি প্রকল্প আছে।
নিয়োগ করা হবে : পিকেএসএফ, সরকারী বেসরকারী ব্যাংক, এনজিও, আর্থিক প্রতিষ্ঠানের সাহায্যে ক্ষুদ্রঋণদান ও সঞ্চয় আদায় কার্যক্রম পরিচালনা প্রকল্পে।
কাজ করবেন : মাঠ পর্যায়ে ‘দিশা মাইক্রোক্রেডিট অ্যান্ড সেভিংস প্রগ্রাম’-এ।
পদের সংখ্যা : মোট ৩শ টি।
বয়স : ২৪ থেকে ৩৫ বছর, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটানুসারে।
১. পদের নাম : সিনিয়র ক্রেডিট অফিসার (এসসিও)।
দিশার নিয়মানুসারে যে গ্রেড লাভ করবেন : তৃতীয়।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য, সামাজিক বিজ্ঞান, শিক্ষা, উন্নয়ন অধ্যায়ন, অথনীতি ইত্যাদি সংশ্লিষ্ট যেকোনো বিভাগ থেকে ভালো ও স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ মাস্টার্স।
প্রশিক্ষণ দেওয়া হবে : একটি মাস। আবাসনের সুবিধা আছে।
প্রশিক্ষণের সময় বেতন : মোট ১৫ হাজার টাকা। শিক্ষানবিশকালে ১৮ হাজার টাকা সাকুল্যে দেওয়া হবে।
চাকরি স্থায়ী হলে : এই প্রকল্প চলাকালে স্থায়ী চাকরিতে ২০ হাজার ১শ টাকা, বেতন কাঠামো, নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, এর বিপরীতে নির্ধারিত মেয়াদী ঋণগ্রহণের সুবিধা, স্থায়ী চাকরির পাঁচ বছর পর যেকোনো প্রকল্পে চাকরির ভিত্তিতে গ্রাচুয়িটি, চিকিৎসা, বীমা, আবাসন, দুটি উৎসব ও একটি নববর্ষ বোনাস, বছরে মোট ২০ দিন স্ববেতনের ছুটি, ১২ দিন স্ববেতনে জমিত্তিক বা জমা ছুটি, লং সার্ভিস বেনিফিট, বিয়ে ভাতা, মাসে মোবাইল বিল, স্ববেতনে নারী কর্মীদের ৬ মাসের মাতৃত্ব ভাতাসহ ছুটি, বেতনে পিতৃত্ব ছুটি, মেডিক্যাল লিভ ও চিকিৎসা সেবা, বদলিকালীন পরিবারসহ পরিবহন ভাতা, হোন্ডার খরচ, কর্মমূল্যায়ন ও প্রণোদনা ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা ও উৎসাহদানসহ প্রদেয় সব সুবিধা লাভ করবেন।
আবেদনের নিয়ম : একটি সার্টিফিকেটানুসারে ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র টাইপে তৈরি করে তাতে মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাগুলো প্রদান করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ সুবিধার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের কতৃপক্ষের অনুমতিতে আবেদন করতে হবে ও উল্লেখ থাকবে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সদ্য তোলা ছবি যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১ মে ২০২২, অফিস সময়ের মধ্যে। চাইলে এর আগে মেইলে ও ডাকে অথবা সরাসরি যেভাবে সুবিধা আবেদন করতে পারবেন।
আবেদন পত্রের ঠিকানা : পরিচালক মহোদয়, প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ, দিশা। বাড়ি-ই/১০, মিরপুর সাড়ে ১১, বধিত পল্লবী, ঢাকা-১২১৬। মোবাইল : ০১৭৩৩২১৯৯০০। ওয়েব : https://www.disabd.org. খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল, পদ ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
উল্লেখ্য : নির্বাচিতদের সাইকেল বা হোন্ডা চালাতে পারতে হবে। চাকরিতে যোগদানের সময় ফেরৎযোগ্য ১০ হাজার টাকা জামানত দিতে হবে ও নির্দিষ্ট মেয়াদের পর ফেরৎ দেওয়া হবে। এসময় নন-জুডিশিয়ান স্টাম্পে নিশ্চয়তাপ্রদানকারীর অঙ্গীকারনামা প্রয়োজন হবে।
২. পদের নাম : ক্রেডিট অফিসার (সিও)।
দিশার নিয়মানুসারে যে গ্রেড লাভ করবেন : প্রথম।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য, সামাজিক বিজ্ঞান, শিক্ষা, উন্নয়ন অধ্যায়ন, অথনীতি ইত্যাদি সংশ্লিষ্ট যেকোনো বিভাগ থেকে ভালো ও স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স।
প্রশিক্ষণ দেওয়া হবে : একটি মাস। আবাসনের সুবিধা আছে।
প্রশিক্ষণের সময় বেতন : মোট ১৪ হাজার টাকা। শিক্ষানবিশকালে ১৭ হাজার টাকা সাকুল্যে দেওয়া হবে।
চাকরি স্থায়ী হলে : এই প্রকল্প চলাকালে স্থায়ী চাকরিতে ১৯ হাজার ৪শ ৬০ টাকা, বেতন কাঠামো, নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, এর বিপরীতে নির্ধারিত মেয়াদী ঋণগ্রহণের সুবিধা, স্থায়ী চাকরির পাঁচ বছর পর যেকোনো প্রকল্পে চাকরির ভিত্তিতে গ্রাচুয়িটি, চিকিৎসা, বীমা, আবাসন, দুটি উৎসব ও একটি নববর্ষ বোনাস, বছরে মোট ২০ দিন স্ববেতনের ছুটি, ১২ দিন স্ববেতনে জমিত্তিক বা জমা ছুটি, লং সার্ভিস বেনিফিট, বিয়ে ভাতা, মাসে মোবাইল বিল, স্ববেতনে নারী কর্মীদের ৬ মাসের মাতৃত্ব ভাতাসহ ছুটি, বেতনে পিতৃত্ব ছুটি, মেডিক্যাল লিভ ও চিকিৎসা সেবা, বদলিকালীন পরিবারসহ পরিবহন ভাতা, হোন্ডার খরচ, কর্মমূল্যায়ন ও প্রণোদনা ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা ও উৎসাহদানসহ প্রদেয় সব সুবিধা লাভ করবেন।
আবেদনের নিয়ম : একটি সার্টিফিকেটানুসারে ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র টাইপে তৈরি করে তাতে মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাগুলো প্রদান করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ সুবিধার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের কতৃপক্ষের অনুমতিতে আবেদন করতে হবে ও উল্লেখ থাকবে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সদ্য তোলা ছবি যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১ মে ২০২২, অফিস সময়ের মধ্যে। চাইলে এর আগে মেইলে ও ডাকে অথবা সরাসরি যেভাবে সুবিধা আবেদন করতে পারবেন।
আবেদন পত্রের ঠিকানা : পরিচালক মহোদয়, প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ, দিশা। বাড়ি-ই/১০, মিরপুর সাড়ে ১১, বধিত পল্লবী, ঢাকা-১২১৬। মোবাইল : ০১৭৩৩২১৯৯০০। ওয়েব : https://www.disabd.org. খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল, পদ ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
উল্লেখ্য : নির্বাচিতদের সাইকেল বা হোন্ডা চালাতে পারতে হবে। চাকরিতে যোগদানের সময় ফেরৎযোগ্য ১০ হাজার টাকা জামানত দিতে হবে ও নির্দিষ্ট মেয়াদের পর ফেরৎ দেওয়া হবে। এসময় নন-জুডিশিয়ান স্টাম্পে নিশ্চয়তাপ্রদানকারীর অঙ্গীকারনামা প্রয়োজন হবে।
৩. পদের নাম : ক্রেডিট অফিসার (সিও)।
দিশার নিয়মানুসারে যে গ্রেড লাভ করবেন : দ্বিতীয়।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য, সামাজিক বিজ্ঞান, শিক্ষা, উন্নয়ন অধ্যায়ন, অথনীতি ইত্যাদি সংশ্লিষ্ট যেকোনো বিভাগ থেকে ভালো ও স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা বিএসএস বা বিএ।
প্রশিক্ষণ দেওয়া হবে : একটি মাস। আবাসনের সুবিধা আছে।
প্রশিক্ষণের সময় বেতন : মোট ১৩ হাজার টাকা। শিক্ষানবিশকালে ১৬ হাজার টাকা সাকুল্যে দেওয়া হবে।
চাকরি স্থায়ী হলে : এই প্রকল্প চলাকালে স্থায়ী চাকরিতে ১৮ হাজার ৫শ ৬০ টাকা, বেতন কাঠামো, নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, এর বিপরীতে নির্ধারিত মেয়াদী ঋণগ্রহণের সুবিধা, স্থায়ী চাকরির পাঁচ বছর পর যেকোনো প্রকল্পে চাকরির ভিত্তিতে গ্রাচুয়িটি, চিকিৎসা, বীমা, আবাসন, দুটি উৎসব ও একটি নববর্ষ বোনাস, বছরে মোট ২০ দিন স্ববেতনের ছুটি, ১২ দিন স্ববেতনে জমিত্তিক বা জমা ছুটি, লং সার্ভিস বেনিফিট, বিয়ে ভাতা, মাসে মোবাইল বিল, স্ববেতনে নারী কর্মীদের ৬ মাসের মাতৃত্ব ভাতাসহ ছুটি, বেতনে পিতৃত্ব ছুটি, মেডিক্যাল লিভ ও চিকিৎসা সেবা, বদলিকালীন পরিবারসহ পরিবহন ভাতা, হোন্ডার খরচ, কর্মমূল্যায়ন ও প্রণোদনা ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা ও উৎসাহদানসহ প্রদেয় সব সুবিধা লাভ করবেন।
আবেদনের নিয়ম : একটি সার্টিফিকেটানুসারে ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র টাইপে তৈরি করে তাতে মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাগুলো প্রদান করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ সুবিধার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের কতৃপক্ষের অনুমতিতে আবেদন করতে হবে ও উল্লেখ থাকবে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সদ্য তোলা ছবি যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১ মে ২০২২, অফিস সময়ের মধ্যে। চাইলে এর আগে মেইলে ও ডাকে অথবা সরাসরি যেভাবে সুবিধা আবেদন করতে পারবেন।
আবেদন পত্রের ঠিকানা : পরিচালক মহোদয়, প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ, দিশা। বাড়ি-ই/১০, মিরপুর সাড়ে ১১, বধিত পল্লবী, ঢাকা-১২১৬। মোবাইল : ০১৭৩৩২১৯৯০০। ওয়েব : https://www.disabd.org. খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল, পদ ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
উল্লেখ্য : নির্বাচিতদের সাইকেল বা হোন্ডা চালাতে পারতে হবে। চাকরিতে যোগদানের সময় ফেরৎযোগ্য ১০ হাজার টাকা জামানত দিতে হবে ও নির্দিষ্ট মেয়াদের পর ফেরৎ দেওয়া হবে। এসময় নন-জুডিশিয়ান স্টাম্পে নিশ্চয়তাপ্রদানকারীর অঙ্গীকারনামা প্রয়োজন হবে।
৪. পদের নাম : ক্রেডিট অফিসার (সিও)।
দিশার নিয়মানুসারে যে গ্রেড লাভ করবেন : তৃতীয়।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শিক্ষাবোর্ড থেকে এইচএসসি বা সমমানে পাশ হতে হবে।
প্রশিক্ষণ দেওয়া হবে : একটি মাস। আবাসনের সুবিধা আছে।
প্রশিক্ষণের সময় বেতন : মোট ১২ হাজার টাকা। শিক্ষানবিশকালে ১৫ হাজার টাকা সাকুল্যে দেওয়া হবে।
চাকরি স্থায়ী হলে : এই প্রকল্প চলাকালে স্থায়ী চাকরিতে ১৭ হাজার ৪শ ৮০ টাকা, বেতন কাঠামো, নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, এর বিপরীতে নির্ধারিত মেয়াদী ঋণগ্রহণের সুবিধা, স্থায়ী চাকরির পাঁচ বছর পর যেকোনো প্রকল্পে চাকরির ভিত্তিতে গ্রাচুয়িটি, চিকিৎসা, বীমা, আবাসন, দুটি উৎসব ও একটি নববর্ষ বোনাস, বছরে মোট ২০ দিন স্ববেতনের ছুটি, ১২ দিন স্ববেতনে জমিত্তিক বা জমা ছুটি, লং সার্ভিস বেনিফিট, বিয়ে ভাতা, মাসে মোবাইল বিল, স্ববেতনে নারী কর্মীদের ৬ মাসের মাতৃত্ব ভাতাসহ ছুটি, বেতনে পিতৃত্ব ছুটি, মেডিক্যাল লিভ ও চিকিৎসা সেবা, বদলিকালীন পরিবারসহ পরিবহন ভাতা, হোন্ডার খরচ, কর্মমূল্যায়ন ও প্রণোদনা ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা ও উৎসাহদানসহ প্রদেয় সব সুবিধা লাভ করবেন।
আবেদনের নিয়ম : একটি সার্টিফিকেটানুসারে বাংলায় পূর্ণ আবেদনপত্র টাইপে তৈরি করে তাতে মোবাইল, মেইল ও যোগাযোগের ঠিকানাগুলো প্রদান করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য গ্রহণযোগ্য নয়। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ সুবিধার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদের কতৃপক্ষের অনুমতিতে আবেদন করতে হবে ও উল্লেখ থাকবে। আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট আকারের সদ্য তোলা ছবি যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১ মে ২০২২, অফিস সময়ের মধ্যে। চাইলে এর আগে মেইলে ও ডাকে অথবা সরাসরি যেভাবে সুবিধা আবেদন করতে পারবেন।
আবেদন পত্রের ঠিকানা : পরিচালক মহোদয়, প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ, দিশা। বাড়ি-ই/১০, মিরপুর সাড়ে ১১, বধিত পল্লবী, ঢাকা-১২১৬। মোবাইল : ০১৭৩৩২১৯৯০০। ওয়েব : https://www.disabd.org. খামের ওপর নিজের নাম, মোবাইল, মেইল, পদ ও যোগাযোগের ঠিকানা দিতে হবে।
উল্লেখ্য : নির্বাচিতদের সাইকেল বা হোন্ডা চালাতে পারতে হবে। চাকরিতে যোগদানের সময় ফেরৎযোগ্য ১০ হাজার টাকা জামানত দিতে হবে ও নির্দিষ্ট মেয়াদের পর ফেরৎ দেওয়া হবে। এসময় নন-জুডিশিয়ান স্টাম্পে নিশ্চয়তাপ্রদানকারীর অঙ্গীকারনামা প্রয়োজন হবে।