সিএসএস ২শ কর্মকর্তা নেবে
বেসরকারী উন্নয়ন সংস্থার নাম : সিএসএস।
পদের নাম : লোন অফিসার।
পদের সংখ্যা : ২শ জন।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা স্নাতকোত্তর।
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো এলাকা।
চাকরির ধরণ : নিয়মিত।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন : অস্থায়ী অবস্থায় ১৭ হাজার ৭শ ৫০ টাকা থেকে ১৯ হাজার ৮শ ৩২ টাকা।
স্থায়ী হবে : ছয় মাস পর পারফরমেন্সের ভিত্তিতে।
বেতন : ১৯ হাজার ৫শ টাকা থেকে ২১ হাজার ৬শ টাকা।
কাজের বিবরণ : মাঠ জরিপের মাধ্যমে উন্নয়নমুখী কাজগুলোতে বিষয় হিসেবে দল গঠন করতে হবে। সেজন্য সদস্য ভর্তি ও তাদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। ঋণবিতরণ করতে হবে। নির্ধারিত সময়ে সঞ্চয় সংগ্রহ ও ঋণ আদায় করতে হবে।
যেভাবে কাজ করবেন : বাংলাদেশের যেকোনো এলাকায় চাকরি করবেন। সিএসএসের নীতিমালা অনুসারে চাকরি করতে হবে।
অগ্রাধিকার : ক্ষুদ্রঋণদান কার্যক্রমের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ থেকে থাকলে অগ্রাধিকার লাভ করবেন।
অঙ্গীকারনামা : চাকরির শুরুতে নির্ধারিত অঙ্গীকার ফরমে নির্দিষ্ট সময়ের জন্য নিয়মানুসারে অঙ্গীকার প্রদান করতে হয়। আইনের মাধ্যমে অভিভাবকের নিকট হতে এই অঙ্গীকারপত্র আনতে হয়।
যেসব এলাকায় আবেদন করতে হবে : ১. সিএসএস উত্তরা-বাড়ি ২৬, রোড-১১, সেক্টর-৪, উত্তরা, ঢাকা। ২. সিএসএস বদ্দারহাট-বাড়ি ৫৪৩, ব্লক-বি, রোড-৮/এ, চাঁদগাও আবাসিক এলাকা, চট্টগ্রাম। ৩. সিএসএস কুমিলা, কুমিল্লা সদর, শাখা-১, প্রিয়ম নিবাস, চম্পকনগর, সাতরা গাউছে পাক জামে মসজিদের পূব পাশে, ডাক-হালিমা নগর, উপজেলা-আদর্শ নগর।
আবেদনের নিয়মাবলী : বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করতে এই ঠিকানাগুলোর যেটিতে সম্ভব আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
আবেদনপত্র : একটি শিক্ষাগত যোগ্যতা অনুসারে পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। তাতে সত্যায়িত দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত, কর্মযোগ্যতা ও প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত করে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। মেইল, মোবাইল, স্থায়ী ও বর্তমান ঠিকানা দিতে হবে।
আবেদন বরাবর : বরাবর পরিচালক মহোদয়, এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস। উত্তরা, বদ্দারহাট ও কুমিলার যেকোনো শাখায় আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের পূর্ণ নাম : ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি, ১৬৬০ ও ১৬৬১, ঝালমা পুরোনো ফেরিঘাট রোড, বাতিয়াঘাটা, খুলনা। মেইল : css@cssbd.org
খামের ওপর : অবশ্যই নিজের নাম, পদ, মোবাইল ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। যে শাখায় আবেদন করবেন সেটির পূর্ণ ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাবলী প্রদান করবেন।
সুবিধাদি : নিয়মানুসারে বেতন ছাড়াও চাকরি স্থায়ী হলে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, দলগত বীমা, ইনটেনসিভ, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মূল বেতনের সমান একটি বাৎসরিক উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, জ্বালানি বিল, পুরুষ কর্মকর্তাদের আবাসন সুবিধা, বছরে ৩০ দিনের মোট ছুটি, ১২ দিন রিজার্ভ ছুটি নিয়মানুসারে প্রদান করা হবে। রিজার্ভ ছুটির বিপরীতে আর্থিক সুবিধা প্রদানের নিয়ম আছে। বছরে রোজা, কোরবান ও দুর্গাপূজা, বড়দিনে ধর্মাবলম্বীদের সাতদিনের ছুটি আছে। পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হয়। এবছর প্রতিষ্ঠানটি রজতজয়ন্তী পালন করছে।