হলি ফ্যামিলি নার্সিং কলেজ নেবে অধ্যক্ষ থেকে প্রভাষক
মেডিক্যাল কলেজের নাম : হলি ফ্যামেলি নার্সিং কলেজ।
১. পদের নাম : অধ্যক্ষ।
শিক্ষাগত যোগ্যতা : বিএনএমসি রেজিস্টার্ড নার্স/মিডওয়াইফ নার্সিং/মিডওয়াইফারি/সমমানের কোর্সে স্নাতক ও সাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অগ্রাধিকার :নার্সিংয়ের যেকোনো বিষয়ে পিএইচডি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মঅভিজ্ঞতা : নার্সিং শিক্ষকতা পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এর বাদেও প্রশাসনিক কাজে অন্তত পাঁচ বছরের, ক্লিনিক্যাল নার্সিংয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোট এভাবে ২০ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : নার্সিং কলেজে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স : প্রার্থীর বয়স ৬৫ বছরের কম হতে হবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। সদ্যতোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। দুইজন প্রয়োজনীয় ব্যক্তির রেফারেন্স বা সুপারিশ যুক্ত করতে হবে।
আবেদন যেভাবে করবেন : যেকোনো ব্যাংক থেকে বরাবর মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহহাব, চেয়ারম্যান গভনিং বডি, হলি ফ্যামেলি নার্সিং কলেজ, ১ ইস্কাটন গাডেন রোড, ঢাকা-১০০০ (মগবাজারের পরে উল্টো দিকের গলি), এই ঠিকানায় ১ হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে। এরপর সেই ড্রাফটটি যুক্ত করে সব সনদ ও আবেদনপদের মাধ্যমে একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে ও এই ঠিকানায় ডাকযোগে বা সরাসরি অফিস সময়ের মধ্যে জমা দিতে হবে।
বেতন, ভাতা : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে চতুর্থ গ্রেডে বেতন ও ভাতাদি প্রদান করা হবে। এর বাদেও এই কলেজের সুবিধাদি প্রদেয় হবে।
উল্লেখ্য : বিভাগীয় প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগের আবেদনকারীদের আবেদনের প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
২. পদের নাম : উপাধ্যক্ষ।
শিক্ষাগত যোগ্যতা : বিএনএমসি রেজিস্টার্ড নার্স/মিডওয়াইফ নার্সিং/মিডওয়াইফারি/সমমানের কোর্সে স্নাতক ও সাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অগ্রাধিকার :নার্সিংয়ের যেকোনো বিষয়ে পিএইচডি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মঅভিজ্ঞতা : নার্সিং শিক্ষকতা পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এর বাদেও প্রশাসনিক ও ক্লিনিক্যাল নার্সিংয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোট এভাবে ১৫ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : নার্সিং কলেজে উপাধ্যক্ষ বা অধ্যাপক পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স : প্রার্থীর বয়স ৬৫ বছরের কম হতে হবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। সদ্যতোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। দুইজন প্রয়োজনীয় ব্যক্তির রেফারেন্স বা সুপারিশ যুক্ত করতে হবে।
আবেদন যেভাবে করবেন : যেকোনো ব্যাংক থেকে বরাবর মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহহাব, চেয়ারম্যান গভনিং বডি, হলি ফ্যামেলি নার্সিং কলেজ, ১ ইস্কাটন গাডেন রোড, ঢাকা-১০০০ (মগবাজারের পরে উল্টো দিকের গলি), এই ঠিকানায় ১ হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে। এরপর সেই ড্রাফটটি যুক্ত করে সব সনদ ও আবেদনপদের মাধ্যমে একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে ও এই ঠিকানায় ডাকযোগে বা সরাসরি অফিস সময়ের মধ্যে জমা দিতে হবে।
বেতন, ভাতা : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ষষ্ঠ গ্রেডে বেতন ও ভাতাদি প্রদান করা হবে। এর বাদেও এই কলেজের সুবিধাদি প্রদেয় হবে।
উল্লেখ্য : বিভাগীয় প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগের আবেদনকারীদের আবেদনের প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
৩. পদের নাম : সহকারী অধ্যাপক।
পদের সংখ্যা : দু্টি।
শিক্ষাগত যোগ্যতা : বিএনএমসি রেজিস্টার্ড নার্স/মিডওয়াইফারি/সমমানের কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
কর্মঅভিজ্ঞতা : নার্সিং শিক্ষকতা পেশায় প্রভাষক পদে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
আবেদনের নিয়ম : ইংরেজিতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। সদ্যতোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। দুইজন প্রয়োজনীয় ব্যক্তির রেফারেন্স বা সুপারিশ যুক্ত করতে হবে।
আবেদন যেভাবে করবেন : যেকোনো ব্যাংক থেকে বরাবর মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহহাব, চেয়ারম্যান গভনিং বডি, হলি ফ্যামেলি নার্সিং কলেজ, ১ ইস্কাটন গাডেন রোড, ঢাকা-১০০০ (মগবাজারের পরে উল্টো দিকের গলি), এই ঠিকানায় ১ হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে। এরপর সেই ড্রাফটটি যুক্ত করে সব সনদ ও আবেদনপদের মাধ্যমে একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে ও এই ঠিকানায় ডাকযোগে বা সরাসরি অফিস সময়ের মধ্যে জমা দিতে হবে।
বেতন, ভাতা : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে অষ্টম গ্রেডে বেতন ও ভাতাদি প্রদান করা হবে। এর বাদেও এই কলেজের সুবিধাদি প্রদেয় হবে।
উল্লেখ্য : বিভাগীয় প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগের আবেদনকারীদের আবেদনের প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
৪. পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : চারটি।
শিক্ষাগত যোগ্যতা : বিএনএমসি রেজিস্টার্ড নার্স/মিডওয়াইফারি/সমমানের কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
কর্মঅভিজ্ঞতা : নার্সিং শিক্ষকতা পেশায় অন্তত ৫ বছরের বা সুপারভাইজর হিসেবে কোজের অভিজ্ঞতা প্রয়োজন।
আবেদনের নিয়ম : ইংরেজিতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। সদ্যতোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। দুইজন প্রয়োজনীয় ব্যক্তির রেফারেন্স বা সুপারিশ যুক্ত করতে হবে।
আবেদন যেভাবে করবেন : যেকোনো ব্যাংক থেকে বরাবর মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহহাব, চেয়ারম্যান গভনিং বডি, হলি ফ্যামেলি নার্সিং কলেজ, ১ ইস্কাটন গাডেন রোড, ঢাকা-১০০০ (মগবাজারের পরে উল্টো দিকের গলি), এই ঠিকানায় ১ হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে। এরপর সেই ড্রাফটটি যুক্ত করে সব সনদ ও আবেদনপদের মাধ্যমে একটি পূর্ণ আবেদন তৈরি করতে হবে ও এই ঠিকানায় ডাকযোগে বা সরাসরি অফিস সময়ের মধ্যে জমা দিতে হবে।
বেতন, ভাতা : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে নবম গ্রেডে বেতন ও ভাতাদি প্রদান করা হবে। এর বাদেও এই কলেজের সুবিধাদি প্রদেয় হবে।
উল্লেখ্য : বিভাগীয় প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগের আবেদনকারীদের আবেদনের প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।