আকিজে টিএসএম ও এসও নিয়োগ করা হবে
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম : আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
বিভাগ : বিক্রয়।
পদের নাম : টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম)।
কর্মীর ধরণ : পরিশ্রমী ও দক্ষ।
পদের সংখ্যা: কিছু।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত অনার্স, মাস্টার্স পাশ করলে অগ্রাধিকার।
কর্মঅভিজ্ঞতা : এক থেকে তিন বছরের। টিএসএম পদে কাজ করাদের অগ্রাধিকার।
বয়স : ১ এপ্রিল ২০২২’র হিসেবে ২৬ থেকে ৩৪ বছর।
শর্ত : অবশ্যই মোটর সাইকেল চালাতে দক্ষতা থাকতে হবে।
কর্মএলাকা : ঢাকা।
যেসব পণ্য বিক্রিতে অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার পাবেন নিয়োগে : ভোগ্য পানীয় জুস, কোমল পানি বা ড্রিংকিং ওয়াটার, আকিজের দুগ্ধজাত পণ্য, কার্বোনেটেড বেভারেজ, চিপস ইত্যাদি পণ্যগুলো বিক্রিতে।
নিয়োগের সরাসরি সাক্ষাৎকার হবে : আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ১৩/১/ক, পান্থপথ, ঢাকা। মোবাইলে যোগাযোগ করতে পারেন-০১৭৫৫৫১৬৪৮৯।
নিয়োগের তারিখ ও সময়সীমা : ২৫ মার্চ, ২০২২। সকাল ১০ টা থেকে দুপুর ২টার মধ্যে।
যেভাবে আবেদন করবেন : বাংলায় একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করে তাতে দুই কপি সদ্য তোলা রঙিন ছবি যুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নিয়ে আসতে হবে ও ভোটার আইডি কাডের অনুলিপি আনতে হবে। খামের ওপর পদের নাম লিখতে হবে।
খেয়াল করুন : নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন ও সুপারিশ হবে না। এজন্য আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কর্তৃপক্ষ দায়ী থাকবেন না।
পদের নাম : সেলস অফিসার (এসও)।
কর্মীর ধরণ : পরিশ্রমী ও দক্ষ।
পদের সংখ্যা: কিছু।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত উচ্চমাধ্যমিক, অনার্স বা ডিগ্রি পাশ করলে অগ্রাধিকার।
কর্মঅভিজ্ঞতা : দুই বছরের। এসও পদে কাজ করাদের অগ্রাধিকার।
বয়স : ১ এপ্রিল ২০২২’র হিসেবে ৩২ বছর।
শর্ত : রুট প্ল্যান বা কর্মএলাকা ধরে কাজ করতে হবে। দোকানদারদের কাছ থেকে আকিজের পণ্যগুলোর অর্ডার সংগ্রহ করতে পারতে হবে। মাসের সেলস টার্গেট পূরণ করতে হবে ও মাসিক সেলস রিপোর্ট তৈরি করে অফিসে জমা প্রদান করতে হবে।
যেসব পণ্য বিক্রিতে অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার পাবেন নিয়োগে : ভোগ্য পানীয় জুস, কোমল পানি বা ড্রিংকিং ওয়াটার, আকিজের দুগ্ধজাত পণ্য, কার্বোনেটেড বেভারেজ, চিপস ইত্যাদি পণ্যগুলো বিক্রিতে।
কমএলাকা : বাংলাদেশের যেকোনো এলাকা।
নিয়োগের সরাসরি সাক্ষাৎকার হবে : আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ১৩/১/ক, পান্থপথ, ঢাকা। মোবাইলে যোগাযোগ করতে পারেন-০১৭৫৫৫১৬৪৮৯।
নিয়োগের তারিখ ও সময়সীমা : ২৫ মার্চ, ২০২২। সকাল ১০ টা থেকে দুপুর ২টার মধ্যে।
যেভাবে নিয়োগ প্রদান করা হবে: সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যাদের নিবাচন করা হবে, সেই কমীদের টানা তিন দিনের ফিন্ড ট্রেনিং প্রদান করা হবে পরদিন থেকে। অঞ্চল হিসেবে তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই সময় তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা নিজেদের করতে হবে। কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। এরপর যারা নিবাচিত হবেন তারাই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেলস অফিসার হিসেবে নিয়োগ লাভ করবেন। এরপর তাদের প্রতিষ্ঠানের নিয়মানুসারে কর্ম এলাকাগুলোতে বদলী করা হবে কাজ করতে।
যেভাবে আবেদন করবেন : বাংলায় একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করে তাতে দুই কপি সদ্য তোলা রঙিন ছবি যুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নিয়ে আসতে হবে ও ভোটার আইডি কাডের অনুলিপি আনতে হবে তাতে। খামের ওপর পদের নাম লিখতে হবে।
খেয়াল করুন : কোনো নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন ও সুপারিশ হবে না। এজন্য আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কর্তৃপক্ষ দায়ী থাকবেন না।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৩ মার্চ, ২০২২, পৃষ্ঠা-৭।
ওএস।