বনানীতে 'কার রেস' করতে গিয়ে দুর্ঘটনা, আহত ৫
দুর্ঘটনার পর মার্সিডিজ গাড়িটির নাম্বার প্লেট খুলতে চেষ্টা করেন এক যুবক।
রাজধানীর বনানীতে একটি সড়ক দুর্ঘটনায় দুটি প্রাইভেট কার এবং দুটি সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় আহত হন অন্তত পাঁচজন। আহতদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, আহত একজনের অবস্থা আশংকাজনক।
শুক্রবার দিবাগত-রাত (১১ ডিসেম্বর) ১ টার দিকে নৌ বাহিনী সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
'কার রেসে' অংশ নেয়া দুর্ঘটনা কবলিত একটি গাড়ি বিলাসবহুল মার্সিডিজ (ঢাকা মেট্রো ভ ১১-২২৩১) । আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা।
বনানী থানার ডিউটি অফিসার উপ পুলিশ পরিদর্শক মো. মোখলেস ঢাকাপ্রকাশকে বলেন, 'দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেয়া নেয়া হয়েছে। গাড়িটি হেফাজতে নেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।'
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাতে বেপরোয়া গতিতে উত্তরার দিক থেকে আসা দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি চলন্ত সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাকা দেয়। অতিরিক্ত গতিতে আসা গাড়ি দুটির ধাক্কায় মুহুর্তে সিএনজি অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়।
ধারণা করা হচ্ছে, প্রাইভেট কারের চালকরা নিজেদের মধ্যে রেস করছিলেন।
এনএইচ/এএস/এমএস