ডিএনসিসিতে শনিবার থেকে 'ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন'
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী শনিবার (১১ ডিসেম্বর) শুরু হচ্ছে 'ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন'। ক্যাম্পেইনটি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এ পাঁচ দিন ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ডিএনসিসির গুলশান নগরভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান এতথ্য জানান।
ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের এক হাজার ৯০৫টি কেন্দ্রে আট লাখ ৩৩ হাজার ৮৬১ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী এক লাখ ২৬ হাজার ৩১১ শিশু এবং এক বছর থেকে পাঁচ বছর বয়সী ছয় লাখ ৯৭ হাজার ৫৫০ শিশুকে ভিটামিনের ক্যাপসুল খাওয়ানো হবে।
তবে কোনো শিশু যদি অসুস্থতাজনিত কারণে গত ৪-৫ মাসের ভেতরে ভিটামিন-এ খেয়ে থাকে, তাহলে ওই শিশু ক্যাপসুল খেতে পারবে না।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, শিশুদের টিকা খাওয়ানোর ক্যাম্পেইন হলেও আমরা মূলত মায়েদের সচেতন করতে চাই তাই এটিকে ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ নামকরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারে মায়েরা যদি সচেতনতার সঙ্গে সন্তানদের যত্ন নেন, তাহলে ভিটামিনের সমস্যা হবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের কার্যালয়কে স্থায়ী টিকাদানকেন্দ্র করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন নগর মাতৃসদন কেন্দ্রসহ পাড়া-মহল্লার আরও এক হাজার ৪৫১টি কেন্দ্রে টিকা খাওয়ানো হবে।
শুক্রবার প্রতিটি এলাকায় মাইকিং করে ক্যাম্পেইনের বিষয়টি নগরবাসীকে জানানো হবে। তখনই এলাকাভিত্তিক টিকাকেন্দ্রের অবস্থান জানানো হবে। এ ছাড়া মসজিদগুলোতেও জুমার নামাজের সময় ক্যাপসুল খাওয়ানোর কেন্দ্র জানিয়ে দেওয়া হবে।
আরইউ/এএস