আরও ৩ রুটে চলবে ‘ঢাকা নগর পরিবহনের’ বাস
ঢাকা নগর পরিবহনের বাস চলবে আরও তিনটি রুটে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কমিটির সভাপতি ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, নতুন তিনটি রুটের প্রথমটি হলো ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে ভুলতা পর্যন্ত। দ্বিতীয়টি ঘাটারচর থেকে বসিলা, সায়েন্স ল্যাবরেটরি হয়ে মেঘনা ঘাট পর্যন্ত। তৃতীয়টি হলো ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত।
ডিএসসিসি মেয়র বলেন, ‘ঢাকা নগর পরিবহনের সবুজ রঙের বাসের আটটি রুটের মধ্যে প্রথমে একটি করেছি, এখন বাকি তিনটি রুটে চালু করতে পারলে অন্যান্য কাজ আরও সহজ হয়ে যাবে। এভাবে পুরো ঢাকা শহরে করব।’
গত বছরের ১৯ ডিসেম্বর ডিএসসিসি নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৬ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহনের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ঘাটারচর টু কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্স সিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ রুটে মোট ১০০টি বাস চলাচলের কথা রয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হক ২০১৬ সালে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৬টি কোম্পানির অধীনে ঢাকার সব বাস চালুর উদ্যোগ নেন। ৬টি কোম্পানির বাস ৬ রঙের হবে।
কিন্তু তার মৃত্যুর পর এ উদ্যোগে ভাটা পড়ে। তারপর অনেক কাঠখড় পোড়াতে হলো। অবশেষে পরীক্ষামূলকভাবে একটি রুটে এ বাস সার্ভিস চালু হয়েছে রবিবার থেকে।
আরইউ/এমএমএ/