পুলিশ হাসপাতাল পেল ৮৮ নতুন পদ, যুক্ত হলো ৩ যানবাহন
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জন্য ৮৮টি পদ সৃষ্টি করা হয়েছে। এতে করে পুলিশের লোকবল বেড়ে হলো ২ লাখ ১২ হাজার ৯৪৫ জন। সেইসঙ্গে সেবার মান বাড়াতে তিনটি নতুন যানবাহনও যুক্ত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে দীর্ঘ দিনের দাবি ছিল কেন্দ্রীয় হাসপাতালে জনবল বৃদ্ধির। এ নিয়ে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালি হয়ে আসছিল। এরই প্রেক্ষিতে শেষ পর্যন্ত এই জনবল ও যানবাহন পেল পুলিশ কেন্দ্রীয় হাসপাতাল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ সংক্রান্তে একটি চিঠি বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবর।
পুলিশ বাহিনীর সদস্য ও পরিবারের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ক্যাডার সার্ভিসে কর্মরত ও জনপ্রতিনিধিরা সেবা পাচ্ছেন এই কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গত বছর পর্যন্ত কোনো নিবিড় পরিচর্যাকেন্দ্র বা আইসিইউ ছিল না। বর্তমান পুলিশ প্রধানের তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে ১৫ বেডের আইসিইউ এবং ১৪ বেডের এসডিইউ।
উপসচিব হারুন-অর-রশীদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, জিও জারির তারিখ থেকে পদগুলো সৃজিত হবে। নতুন জনবল নিয়োগের পূর্বে টিওএন্ডইভুক্ত যানবাহন ক্রয় করা যাবে না। যে সকল পদ নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত নেই সে সকল পদ নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি আউট সোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা ২০১৮ অনুসারে ইলেকট্রিশিয়ান, ওটি বয়, ওয়ার্ড বয়, আয়া ও পরিচ্ছন্নতা কর্মীর সেবা ক্রয় করতে হবে।
সর্বমোট ১৯টি ক্যাটাগরিতে ৮৮টি পদ সৃজন করা হয়েছে। এরমধ্যে চিফ কনসালটেন্ট পদ ১টি, সিনিয়র কনসালটেন্ট পদ ২টি, জুনিয়র কনসালটেন্ট পদ ৯টি, সহকারী সার্জন/সমমান (মেডিকেল অফিসার) পদ ৯টি, ডেন্টাল সার্জন পদ ১টি, মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার পদ ১টি, প্রোগ্রামার পদ ১টি, সহকারী প্রোগ্রামার পদ ১টি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার পদ ১টি।
এর বাইরে ডায়েটেশিয়ান পদ ১টি, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট পদ ২টি, সিনিয়ার স্টাফ নার্স পদ ৪৬টি, মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিও) পদ ১টি, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) পদ ১টি, ডাটা এন্ট্রি অপারেটর পদ ৩টি, ইকো টেকনিশিয়ান পদ ১টি, ডায়ালাইসিস টেকনিশিয়ান পদ ২টি, ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার পদ ১টি এবং নেটওয়ার্ক টেকনিশিয়ান পদ ১টি।
আর নতুন যুক্ত হওয়া যানবাহনের মধ্যে রয়েছে- দুটি মাইক্রোবাস ও একটি অ্যাম্বুলেন্স।
দেশে চলমান করোনা মহামারিতে অগ্রণী ভূমিকা পালন করছে পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারি বিধিনিষেধ বাস্তবায়ন, লকডাউনে অসহায় মানুষের কাছে ছুটে যাওয়া, খাদ্য সহায়তা, করোনা রোগীদের চিকিৎসাসেবা দেওয়াসহ নানাভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে বাহিনীটি। করোনা সংক্রমণ রোধে সামনের সারিতে দায়িত্ব পালন করতে গিয়ে এরইমধ্যে পুলিশের ১০২ জন সদস্যের মৃত্যু হয়েছে । আক্রান্ত হয়েছেন বহু সদস্য। সংক্রমিতদের পরম মমতায় সেবা দিচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তারা।
এনএইচ/এমএমএ/