বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যু, ৩ গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধরা
ছবি: সংগৃহীত
রামপুরার বনশ্রীতে ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মী আসমা বেগম (৪২) এর মৃত্যু হয়েছে। রহস্যজনক এ মৃত্যুর জোরে তিনটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ রবিবার সকালে রামপুরা বনশ্রী ডি ব্লকের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে রামপুরা থানার ওসিসহ ৩ পুলিশ সদস্য আহত হন। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আজ রবিবার দুপুরে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘রামপুরা ডি ব্লকের ৪নং সড়কের ৩২ নম্বর বাসায় এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আসমা বেগম নামের ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করতে গেলে আশপাশের লোকজন জড়ো হয়ে গাড়িতে আগুন ও পুলিশের উপর হামলা করে।’
জানা গেছে, রবিবার সকাল ৮টায় গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ওই বাসার সামনে জড়ো হন স্থানীয় লোকজন। এ সময় তারা পুলিশকে লাশ উদ্ধারে বাধা দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ওই বাসার নিচে গ্যারেজে রাখা তিনটি গাড়িতে আগুন দেন। পুলিশ বাধা দিতে গেলে লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
মৃত গৃহকর্মী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কোকরাই গ্রামের মনু মিয়ার মেয়ে। তিনি কানিজ ফাতেমার মিরপুরের বাসায় থাকতেন। কানিজ ফাতেমা তিন দিন আগে এ গৃহকর্মীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। তার বাবা একজন সাবেক ট্যাক্স কর্মকর্তা। রবিবার সকালে ভবন থেকে পড়ে তার মৃত্যু হয় বলে দাবি করেন তারা। তবে তাদের এ দাবি প্রত্যাখ্যান করে স্থানীয়রা অভিযোগ করেন, তাকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।