এক পিঁড়িতে ১৭ জোড়া এতিম বর-কনের বিয়ে
রাজধানীতে ১৭ জোড়া এতিম ও দরিদ্র ছেলে-মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজন করে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করল ঢাকাস্থ ভোলা সমিতি। তাদের আয়োজনে শনিবার দুপুরে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে এসব এতিম ছেলে-মেয়ের বিয়ে সম্পন্ন হয়।
ঢাকাস্থ ভোলা সমিতি প্রতি বছর এ আয়োজন করে থাকে বিবাহ সহায়তা প্রকল্পের আওতায়। বিয়ের অনুষ্ঠানে ঢাকের তালে তালে সানাই বাজছিল। এক সঙ্গে ১৭ জোড়া বর-কনে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ের মঞ্চে উপস্থিত হন।
বিয়ের এ বর্ণ্যাঢ্য অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সমিতির সভাপতি মো. মাকসুদ হেলালী, সাধারণ সম্পাদক মো. সহিদুল হক মুকুল, বিবাহ সহায়তা প্রকল্পের সমন্বয়ক এবিএম মামুন অর রশিদসহ অনেকে।
এ সময় ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি মো. মাকসুদ হেলালী ও সাধারণ সম্পাদক মো. সহিদুল হক মুকুল ঢাকাপ্রকাশকে বলেন, ‘আমরা এরকম ব্যতিক্রমী আয়োজন করে একটি দৃষ্টান্ত সৃষ্টি করলাম।’
পরে এ সকল নব-দম্পত্তির জন্য সম্মিলিত দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মী।
এসএইচএ/এএন