আগামীকাল ই-টিকিটিংয়ের আওতায় আসছে আরও ১৩ বাস কোম্পানি
আগামীকাল বুধবার (১ মার্চ) থেকে তুরাগ-ভিক্টর ক্লাসিকসহ ১৩ কোম্পানির বাসে ই-টিকিটিং শুরু হচ্ছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
তিনি বলেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ঢাকা মহানগরে তৃতীয় পর্যায়ে তুরাগ-ভিক্টর ক্লাসিকসহ ১৩টি পরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু করতে যাচ্ছে আগামীকাল থেকে। এই ১৩টি পরিবহনের ৯৪৭টি বাসের যাত্রীরা ই-টিকিটিং সুবিধা পাবেন।
সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ জানান, বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি কাজ করছে। বিভিন্ন সময় মোট ২১টি সার্কুলার দিয়েছি। ৯টি ভিজিল্যান্স টিম গঠন করে রাস্তায় মাসের পর মাস ডিউটি করিয়েছি এবং আমি নিজেও মাঠে ছিলাম।
এর আগে আরও দুই দফা বেশ কয়েকটি রুটে ই-টিকিটিং চালু করেছে মালিক সমিতি।
আরইউ/এসএন