সোমবার, ১০ মার্চ ২০২৫ | ২৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বাতাসে ‘বিষ’ ছড়াচ্ছে ঢাকার গণপরিবহন!

আনফিট বা মেয়াদোত্তীর্ণ যানবাহনের কালো ধোঁয়ায় বিষাক্ত হয়ে উঠেছে ঢাকার বাতাস। সম্প্রতি বায়ু দূষণের বৈশ্বিক পরিমাপে ঢাকা টানা শীর্ষে অবস্থান করার পর আনফিট যানবাহনের কালো ধোঁয়া দূষণের বিষয়টি আবার সামনে এসেছে।

বিশ্বে বাতাসের দূষণ নিয়ে যেসব সংস্থা কাজ করে সেগুলোর মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অন্যতম। এই একিউআইয়ের হিসেবে মাঝে মাঝেই টানা পাঁচদিন বা সাতদিন ধরে শীর্ষে থাকে বাংলাদেশ। শীর্ষে না থাকলেও ঢাকায় বাতাসের যে কোয়ালিটি তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয় বলেও সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই শহরের নিঃশ্বাসেই যেন বিষ মিশে আছে। এককভাবে মেয়াদোত্তীর্ণ বা আনফিট যানবাহন যে পরিমাণ কালো ধোঁয়া বাতাসে ছাড়ছে তাতেই বায়ুর অবস্থা শোচনীয় হয়ে পড়ছে। কিন্তু দেখার যেন কেউ নাই।

বিশেষজ্ঞরা এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতার কথা বলছেন। তবে আইন প্রয়োগের ক্ষেত্রেও যেন রয়েছে শিথিলতা। এককভাবে ঢাকার এই বায়ুদূষণে ব্যবস্থা নেওয়ার জন্য কেউ কেউ পরিবেশ অধিদপ্তরকে দায়ী করলেও এক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তপক্ষের (বিআরটিএ) দায়ও রয়েছে অনেক। কারণ বিআরটিএ- এর কারণে আনফিট বা মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়কে চলতে পারছে।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকাপ্রকাশ-কে বলেন, গাড়ির কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ হয়। তবে আমরা নিয়মিতই কিন্তু এসব যানবাহনকে জরিমানা করি।

সংবাদমাধ্যমের সঙ্গে কথার বলার ক্ষেত্রে তার কর্তৃপক্ষের অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই ম্যাজিস্ট্রেট আরও জানান, পরিবেশ অধিদপ্তর বিআরটিএকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিও দিয়েছে। কিছুদিন আগে বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মিটিংও হয়েছে।

এ বিষয়ে জানতে চেয়ে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারকে ফোন দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান মনে করেন, পরিবেশ অধিদপ্তরের উপর দায় বর্তায় এটা যেমন সঠিক, তেমনি এই দায় বিআরটিএও এড়াতে পারে না। বরং বিআরটিএ-এর দায় আরও বেশি।

ঢাকা শহরে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, বাসগুলোর দেখতে যেমন ভঙ্গুর তেমনি ছাড়ছেও কালো ধোঁয়া। মনে হচ্ছে যেন একেকটি গাড়িতে ধোঁয়া নির্গমন পাইপ ইটভাটার পাইপের মতো।

সংশ্লিষ্টদের অভিযোগ, এর আগে বিভিন্ন সময় এসব আনফিট বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিআরটিএ। কিন্তু সমিতিগুলোর ‘চাপে’ সেসব অভিযান বন্ধও করতে হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব ঢাকাপ্রকাশ-কে বলেন, বায়ুদূষণ এবং শব্দদূষণের মাধ্যমে একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করা হচ্ছে। আমি মনে করি, চাইলে পরিবেশ অধিদপ্তর, ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টরা মিলে দূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। ট্রাফিক পুলিশের উচিত, অন্তত নিজেদের সদস্যদের স্বার্থে শব্দদূষণ প্রতিরোধে পদক্ষেপ নেওয়া।

বায়ু দূষণ নিয়ে ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। আর স্বাস্থ্য অধিদপ্তরের মতে, বায়ু দূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর ৮০ হাজার মানুষ মারা যাচ্ছেন।

জানা যায়, ঢাকায় যারা বসবাস করেন তাদের অনেকেই হাঁপানী, স্ট্রোক ও শ্বাসকষ্টসহ নানারকম রোগে ভুগছেন। বায়ু দূষণের ফলে মানুষের আয়ুও কমে যাচ্ছে। প্রভাব পড়ছে জিডিপির উপর। বিশ্বব্যাংক বলছেন, বায়ু দূষণের ফলে বাংলাদেশের জিডিপি কমছে।

এনএইচবি/এমএমএ/

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী

ড. আনিসুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

ড. আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. আনিসুজ্জামান চৌধুরীকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। Rules of Business, 1996-এর Rule 3B(iia) অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা প্রদানের জন্য ড. আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আনিসুজ্জামান চৌধুরী বর্তমানে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড সাইকোলজি এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের স্কুল অব বিজনেসে একযোগে অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত।

তিনি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিউইয়র্ক ও ব্যাংককে জাতিসংঘের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক ছিলেন এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড (অস্ট্রেলিয়া) এবং ইউনিভার্সিটি অব ম্যানিটোবা (কানাডা)-তেও অধ্যাপনা করেছেন।

তিনি জার্নাল অব দ্য এশিয়া প্যাসিফিক ইকোনোমি'র প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা সম্পাদক (১৯৯৫-২০০৮) ছিলেন এবং বর্তমানে এর সম্পাদকীয় পরিষদের সহ-সম্পাদক হিসেবে যুক্ত আছেন। এছাড়া, তিনি ইকোনোমিক অ্যান্ড লেবার রিলেশনস রিভিউয়ের সম্পাদকীয় পরিষদেরও আছেন।

আনিসুজ্জামান চৌধুরী পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতি এবং ম্যাক্রো-ডেভেলপমেন্ট বিষয়ক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপকভাবে গবেষণা করেছেন।

তিনি কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবা থেকে পিএইচডি ও এমএ ডিগ্রি এবং বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

Header Ad
Header Ad

কাফির বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার

কাফির বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল হক। গ্রেপ্তারকৃতরা হলেন শাহাদাত (২২) ও মাহফুজ (২১), যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল হক জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে।

গত ১১ ফেব্রুয়ারি গভীর রাতে আগুনে পুড়ে যায় নুরুজ্জামান কাফির বাড়ি। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানান, মধ্যরাতে তার বাড়ির ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, “কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি।”

এই ঘটনায় নুরুজ্জামান কাফি কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন যে, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকার কারণে পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

এবার ঈদের আগে বাজারে আসছে না নতুন নোট

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকা বাজারে ছাড়বে না ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ফ্রেশ নোট বিনিময় কার্যক্রম স্থগিত থাকবে। ব্যাংকগুলোকে ইতোমধ্যে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

আগে বলা হয়েছিল, ১৯ মার্চ থেকে বঙ্গবন্ধুর ছবিসহ ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে। তবে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এপ্রিল-মে মাসে বাজারে ছাড়া হবে নতুন নোট এবং সেগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। অর্থাৎ ঈদুল আজহার সময় বাজারে যে নোট ছাড়া হবে, সেগুলোতে বঙ্গবন্ধুর ছবি থাকবে না।

বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে জানানো হয়েছে যে, ফ্রেশ নোট বিনিময় কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে। ব্যাংকের শাখায় গচ্ছিত থাকা ফ্রেশ নোটগুলো বিনিময় না করে সংরক্ষণ করতে হবে এবং নগদ লেনদেনের ক্ষেত্রে পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করতে হবে।

গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিতরণ চলবে। ঢাকা, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরের ৮০টি ব্যাংক শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই পরিকল্পনা বাতিল করা হয়েছে। মূলত ঈদের আগে নতুন নোট বাজারে আনা হচ্ছে না এবং নতুন নোট বাজারে ছাড়ার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এখন তা এপ্রিল-মে মাসে ছাড়া হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী
কাফির বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার
এবার ঈদের আগে বাজারে আসছে না নতুন নোট
ছাত্র আন্দোলনে গুলি করা আওয়ামী লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
যে প্রক্রিয়ায় কোটি টাকা কেজিতে রপ্তানি হচ্ছে মাছ! (ভিডিও)
ওমরাহ পালন করে দলের ঐক্য দৃঢ় করল জাতীয় ফুটবল দল
হাসিনা ও পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার খোঁজ
জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর
আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
“ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে”
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী?
পাচার করা টাকা ফেরাতে দ্রুত বিশেষ আইন করা হবে : প্রেস সচিব
বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন
শেখ হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট
রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আমিনুল ইসলাম
দেশজুড়ে বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বৃষ্টির আভাস
মাগুরায় শিশু ধর্ষণ : আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান
আয়োজক হয়েও ট্রফি বিতরণে জায়গা হয়নি পাকিস্তানের, ক্ষুব্ধ শোয়েব