রাজধানীর যেসব দর্শনীয় স্থান বন্ধ আজ
ছুটির দিনে ঘোরাঘুরির জন্য বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থানই ভরসা। এ জন্য বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে নেই আজ শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর কোন কোন বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থান বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর: এটি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত। বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। জাদুঘরে ঢোকার প্রবেশ মূল্য জনপ্রতি ৫টাকা। এ ছাড়া শনিবার ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।
সামরিক জাদুঘর: রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত এই জাদুঘর। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বুধবার ও জাতীয় ছুটির দিন গুলোতে বন্ধ থাকে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে খোলা থাকলেও মাত্র ৩ ঘন্টা। বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকে সর্বসাধারণের জন্য।
শিশু একাডেমি জাদুঘর: শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।
এসআইএইচ