৩৫১ কোটি টাকার বেশি বিক্রি আবাসন মেলায়
এবারে আবাসন মেলায় ৩৫১ কোটি টাকার বেশি ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। ব্যাংক কমিটমেন্টও এসেছে প্রায় এক হাজার কোটি টাকা।
রবিববার (২৫ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ারের সমাপনীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) এবং মেলা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা বলেন, ২১ ডিসেম্বর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী মেলা শেষ হলো রবিবার। মেলা রাত ৯টা পর্যন্ত থাকলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকার কারণে দুপুরেই শেষ করতে হয়।
তিনি বলেন, ‘মেলার আসল উদ্দেশে ব্র্যান্ডিং করা। এখানে যেসব ক্রেতা-দর্শনার্থী এসেছেন তারা সবাই ফ্ল্যাট বা প্লট ক্রয় করবেন। কেউ হয়তো এখন ক্রয় করবেন আর কেউ হয়তো সামনের বছরগুলোতে ক্রয় করবেন। মেলায় যারা এসেছেন তারা আসলে সবাই ক্রেতা। কারণ, এই মেলায় বিনোদনমূলক কিছু নেই, যারা মেলায় টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করেছেন তারা সবাই ক্রেতা। প্রতিষ্ঠানগুলো মেলায় আসা ক্রেতাদের নিকট তাদের পণ্যের মান তুলে ধরেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার শেষদিন পর্যন্ত প্রায় ৩৫১ কোটি ১৬ লাখ টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এরমধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৬৮ কোটি টাকার। আর প্লট ৮০ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৫৩ কোটি ৭৩ লাখ টাকার বুকিং ও বিক্রি হয়েছে। এ ছাড়া, ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় এক হাজার কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছেন ১৬ হাজার ১৩২ জন।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, ‘আমরা যেমন প্রত্যাশা করেছিলাম তার থেকে বেশি সাড়া পেয়েছি। প্রতিদিনই ক্রেতা দর্শণার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সবগুলো কোম্পানি তাদের প্রচারণা চালিয়েছে ভালোমতো। আগামী বছর বিক্রি আরও বাড়বে। এবারের মেলা সফল হয়েছে।’
রিহ্যাবের প্রথম সহ-সভাপতি কামাল মাহমুদ বলেন, ‘এবারের মেলায় ছোট-মাঝারি আকারের ক্রেতা বেশি ছিল। আবাসন খাতের কোম্পানিগুলোও ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে সব ধরনের ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট ও প্লট নিয়ে এসেছিল, তাই তারা সাড়াও পেয়েছে বেশ। অনেকেই স্পট বুকিং দিয়েছেন।
জেডএ/এমএমএ/