দুই জঙ্গি পালানোর ঘটনাকে ব্যর্থতা হিসেবে দেখছে র্যাব
সম্প্রতি আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনা এবং তাদের ধরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছে র্যাব। তবে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে সব ধরনের তৎপরতা অব্যাহত আছে জানিয়ে নিজেদের দুর্বলতা স্বীকার করে আত্মসমালোচনামূলক মন্তব্য করেছেন র্যাবের প্রধান অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন।
এসময় তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি রয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে র্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন সোহরাওয়ার্দী উদ্যান ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, দুইজন জঙ্গি পালিয়ে গেছে, এটা আমরা অস্বীকার করব না। আমরা অবশ্যই আত্মসমালোচনায় বিশ্বাস করি। এটা আমাদের ব্যর্থতা। যেহেতু এভাবে দুজন জঙ্গি চলে গেছে এবং তারা দীর্ঘ দিন ধরে পরিকল্পনা করে অবশ্য গিয়েছে। আমরা এখনো তাদের ধরতে পারিনি। কিন্তু আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।
আরেক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, এখনো জঙ্গি তৎপরতা অব্যাহত আছে। কিন্তু আমরাও আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। পাহাড়ি এলাকার জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ আমরা ক্যাপচার করে ফেলেছি। তেমন কিছু করার সুযোগ পাবে বলে আমরা মনে করি না।'
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সন্মেলন ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি রয়েছে র্যাবের। সকালে সমাবেশস্থল ও সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন সংস্থাটির মহাপরিচালক। সন্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান এলাকার বিভিন্ন পয়েন্টে র্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকবে, টহল দল থাকবে, ডগ স্কোয়াডের মাধ্যমে এলাকায় তল্লাশি করা হবে।
কেএম/এসএন