মিরপুরে বিজয় মিছিল করেছে বিহারিরা!
স্বাধীনতার ৫১ বছর পর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল করেছে আটকে পড়া পাকিস্তানি বিহারিরা। এবারই প্রথম তারা বিজয় দিবস উদযাপন করল।
রবিবার (১৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বরের বড় মসজিদের সামনে থেকে তাদের এই মিছিল শুরু হয়। বিজয় মিছিলটি মিরপুর ১১ নম্বর, মিরপুর ১০ নম্বর, মিরপুর ১৩ নম্বর, কালশি এলাকা ঘুরে আবার ১১ নম্বর বড় মসজিদের সামনে এসে শেষ হয়।
মিছিলে যোগ দেওয়া নতুন প্রজন্মের বিহারি কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা বলেছেন, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশি, এটা আমাদের পরিচয়। আমাদের এখনো আটকে পড়া পাকিস্তানি হিসেবে সম্বোধন করা হয়।
তারা জানান, আমাদের পূর্বসূরিরা কী করে গেছেন, বা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা অবশ্যই লজ্জিত। আমরা এখন আমাদের প্রাপ্য সম্মান চাই।
মিছিলে যোগ দেওয়া ‘ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ বাংলাদেশের সভাপতি মোস্তাক আহমেদ বলেছেন, আমরা সেখানে জন্মগ্রহণ করেছি, আর স্বাধীনতার পর আমরা বাংলাদেশের নাগরিক। আমরা প্রমাণ করতে চাই, আমরা বাংলাদেশি। তিনি বলেন, পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছে। আগে পূর্ব পাকিস্তান ছিল এখন আমরাও বাঙালি।
তিনি আরও বলেন, আমাদের সরকার ২০০৮ সাল থেকে জাতীয় পরিচয়পত্র দিয়েছে। অনেকেই ভুল তথ্য দিয়ে আমাদের পাকিস্তানি আখ্যা দিয়ে থাকে। যে কারণে আমাদের রিহ্যাবিলিটেশন হচ্ছে না।
কেএম/এসএন