ঢাকা কমিউনিটি হাসপাতালে বিজয় দিবস উদযাপিত
মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা কমিউনিটি হাসপাতাল। আজ রবিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠানের শেষ দিন প্রবীণ কর্র্মচারীদের সম্মাননাস্বরূপ ক্রেস্ট দেওয়া হয়েছে।
এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং মুক্তিযুদ্ধের উপর বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ আলতাফুর রহমান। তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগপাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালির চোখে আনন্দ অশ্রু আর ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় সামনে। বিন্দু বিন্দু স্বপ্নের অবশেষে মিলিত হয় জীবনের মোহনায়।
এ ছাড়া ঢাকা কমিউনিটি ডেন্টাল ইউনিটের প্রধান অধ্যাপক সৈয়দ মোরশেদ মওলা, ঢাকা কমিউনিটি হাসপাতালের পরিচালক ডা. ওমর শরীফ ইবনে হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. এম. এস মনিরুল আলম।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি ট্রাস্টের চেয়ারম্যান একুশের পদকপ্রাপ্ত প্রফেসর কাজী কামরুজ্জামান, কাজী হাবিবুর রহমান, সদস্য ঢাকা কমিউনিটি ট্রাস্ট, মো. গোলাম মোস্তফা নির্বাহী ও পরিচালক, প্রকল্প ও গবেষণা বিভাগ, মো. ওয়াকার হোসেন তপন পরিচালক, জনসংযোগ ও ট্রান্সপোট বিভাগ, মো. জাবেদ ইউসুফ বিদুৎ পরিচালক, সরকারি প্রকল্প, জনসংযোগ কর্মকর্তা আশিকুর রহমান স্বাধীন এবং অত্র কলেজের হাসপাতালের কর্মকর্তা কর্মচারী শিক্ষক-শিক্ষার্থীরা।
এই দিন উপলক্ষে গত ১৪ ডিসেম্বর বুদ্ধিজিবী দিবসের আলোচনা, ১৭ ডিসেম্বর ইনস্টিটিউট অব কমিউনিটি হেলথ-ঢাকা কমিউনিটি নার্সিং কলেজে বিজয় দিবস উদযাপন ও আজ বরিবার (১৮ ডিসেম্বর) কমিউনিটি হাসপাতাল, কিমিউনিটি মেডিকেল কলেজ এবং ১৯ ডিসেম্বর শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭টায় নাটক কাল রাত্রী মঞ্চস্থ হবে।
এসএন