আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা, ব্যাপক যানজট!
ছবি: আহমদ সিফাত
মহান বিজয় দিবসের ৫১তম বর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর এই শোভাযাত্রায় সংগঠনের নেতা-কর্মীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। এদিনে রাস্তায় অতিরিক্ত ভিড় থাকার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট দেখা দেখা গেছে।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরের পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়। এর আগে থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক যানজট দেখা যায়।
যানজটে পড়ে ভোগান্তির শিকার হয়েছে পথচারীরা। কারওয়ান বাজারে কথা হয় মিরপুরের যাত্রী ফয়সাল মিয়ার সঙ্গে। এসময় ফয়সাল মিয়া অভিযোগ করে বলেন, আজ শনিবার রাস্তা থাকবে ফাঁকা অথচ আজ রাস্তায় ব্যাপক যানজট।
বাংলামোটরে কথা হয় গণমাধ্যম কর্মী খালিদ হোসেনের সঙ্গে। খালিদ হোসেন বলেন, আজ আমাদের অফিস মিটিং ছিল। অফিস থেকে আজ হেঁটে এসেছি। হেঁটে এসছেন কোনো জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা চলছে এজন্য অনেক রাস্তা বন্ধ এবং ব্যাপক যানজট।
শাহাবাগে কথা হয় হানিফ পরিবহনের যাত্রী নুরুল হকের সঙ্গে। এ সময় তিনি বলেন, রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার প্রভাবে রাস্তায় ব্যাপক যানজট দেখা গেছে। যদিও আজ শনিবার রাস্তায় একেবারে যানজট কম থাকার কথা ছিল আজ আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। তিনি অভিযোগ করে বলেন, একদিকে শোভাযাত্রা অন্যদিকে যানজট। আমাদের মত সাধারণ মানুষের দূর্ভোগের কথা কেউ ভাবে না।
ক্ষমতাসীন আওয়ামী লীগের এই শোভাযাত্রটি যৌথভাবে আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। বিকাল পৌনে চারটায় শোভা যাত্রাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শাহবাগ-এলিফ্যান্ট রোড হয়ে সাইন্সল্যাব, কলাবাগান ও মিরপুর রোড ঘুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হয়।
এর আগে বেলা দেড়টা থেকেই ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের শোভাযাত্রাস্থলে উপস্থিত হতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান বলেন- দুপুরের পর থেকেই রাজনৈতিক দল আওয়ামী লীগের একটি শোভাযাত্রা বের হয়। এরপর রাস্তায় যানজট লেগে যায়। শোভাযাত্রা শেষে আবার ও যানজট স্বাভাবিক হয়ে যায়।
কেএম/এএস