টয়লেট পরিষ্কারের হারপিকও নকল, ভোক্তার জরিমানা
মানুষের জীবন রক্ষার ওষুধের পর এবার টয়লেট পরিষ্কারের কাজে ব্যবহৃত হারপিক, লাইজল, মি. ব্রাশো, রক, ভিক্সলের নকল ধরা পড়ল হাতে নাতে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কাপ্তান বাজারের হার্ডওয়ারের দোকানগুলোতে পাওয়া যায় এসব নকল পণ্য। ফলে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাপ্তান বাজারে ফ্লোর ও টয়লেট ক্লিন করার কাজে এসব নকল পণ্যের খোঁজ পেয়ে অভিযানে চালায় তারা। অভিযানে তারা জানতে পারে, কাপ্তান বাজারের সিটি করপোরেশন মার্কেটের দ্বিতীয় তলায় মমিন হার্ডওয়্যার নামের একটি প্রতিষ্ঠান থেকে স্থানীয় বাজারসহ সারা দেশেই এসব নকল ফ্লোর ও টয়লেট ক্লিনার বিক্রি করত। নকল পণ্য তৈরি এবং বাজারজাত করার অপরাধে মমিন হার্ডওয়্যারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে মমিন হার্ডওয়্যারের সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয়।
অভিযানের সময় মমিন হার্ডওয়্যার থেকে জানানো হয়, নকল ফ্লোর ও টয়লেট ক্লিনার রাজধানীর কামরাঙ্গীরচরের একটি কারখানা থেকে কিনে এনে দোকানে কিছু পণ্যের মোড়কজাত করা হতো।
অভিযান শেষে আব্দুল জব্বার মণ্ডল বলেন, ভোক্তারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। ভোক্তা অধিদপ্তর সব সময় ভোক্তাদের সেবায় কাজ করছে। প্রতারণার যেকোনো অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। আজও কাপ্তান বাজারে এসে দেখি নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে নকল ফ্লোর ও টয়লেট ক্লিনার তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। তাই ভোক্তা-অধিকার আইনের আওতায় জরিমানা করা হয়েছে।
জেডএ/এসজি