ফারদিনের মৃত্যুর ঘটনার তদন্তে আশ্বস্ত তার সহপাঠীরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনার তদন্তে আশ্বস্ত হয়েছেন তার সহপাঠীরা।
তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছ থেকে বিভিন্ন আলামত দেখে এগুলো প্রাসঙ্গিক বলে দাবি করেন তারা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বুয়েটের ৪০ জন শিক্ষার্থী ফারদিনের আত্মহত্যার বিষয়ে জানতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান।
প্রায় তিন ঘণ্টা তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে আলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষার্থীরা তাদের আশ্বস্তের কথা জানান। তবে তারা নিজেদের নাম-পরিচয় জানাতে রাজি হননি।
জানতে চাইলে এক বুয়েট শিক্ষার্থী বলেন, ডিবি কর্মকর্তারা আমাদের আলামতগুলো দেখিয়েছেন। সবকিছু দেখে আমাদের কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। আমাদের মনে হয়েছে, তদন্তে ডিবি তাদের বেস্ট এফোর্ট দিয়েছে। তবে কিছু গ্যাপ আছে। যেগুলো হয়ত আগামীতে সমাধান করবে তারা।
তদন্তে কি কি সমস্যা আছে জানতে চাইলে আরেক শিক্ষার্থী বলেন, তাদের এভিডেন্স সবকিছুই প্রাসঙ্গিক মনে হয়েছে। তবে ফারদিনকে ব্রিজের পাড়ে নামিয়ে দেওয়ার পর হেঁটে সে ব্রিজের মাঝখানে গেছে। তার সঙ্গে আর কেউ ছিল কি না, তা স্পষ্ট নয়। তবে আমরা ডিবির কার্যকলাপ ও সহযোগিতায় আশ্বস্ত।
তিনি বলেন, তারা (ডিবি) এখনো মামলার রিপোর্ট জমা দেয়নি, সেখানে হয়ত কিছু না কিছু বাদ আছে। এজন্যই তারা এখনো রিপোর্ট জমা দেয়নি। ডিবি প্রথম দিন থেকে যে কাজ করছে, তা আমাদের দেখিয়েছে। তাদের অগ্রগতির ধরন দেখে আমরা সন্তুষ্ট। তাদের ধন্যবাদ।
কেএম/আরএ/