আরও দুই রুটে চালু হচ্ছে 'ঢাকা নগর পরিবহন'
রাজধানীতে আরও দুই রুটে চালু হচ্ছে ফ্রাঞ্চাইজি বাস সার্ভিস 'ঢাকা নগর পরিবহন' এর বাস। বাস রুট র্যাশনালাইজেশনের আওতায় চালু হতে যাচ্ছে আরও দুটি নতুন রুট।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বুড়িগঙ্গা হলে বাস রুট র্যাশনালাইজেশনের ২৫তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
২৪ ও ২৫ নম্বর রুটে দুটি আলাদা আলাদা যাত্রা পথে ঘাটারচর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত চলবে এই বাস। ২০২৩ সালের এপ্রিল থেকে নতুন এই রুট দুটি চালু হবে।
ডিএসসিসি মেয়র বলেন, আগামী ৩১ জানুয়ারি থেকে ১০০ নতুন বাস নিয়ে ২৩ নম্বর যাত্রা পথ চালু হবে। ২৩ নম্বর রুট ঘাটারচর থেকে মোহাম্মদপুর, শ্যামলী, দৈনিক বাংলা হয়ে কাঁচপুর পর্যন্ত চলবে। ২৪ নম্বর রুট ঘাটারচর থেকে মিরপুর ১০ থেকে কালশী হয়ে আবদুল্লাহপুর যাবে। আর ২৫ নম্বর রুট ঘাটারচর থেকে মহাখালী হয়ে আবদুল্লাহপুর যাবে।
আরইউ/এসজি