নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণসহ গ্রেপ্তার ৩
নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণ জব্দসহ অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-শহিদুল ইসলাম, মো. রাসেল হোসেন এবং সাথী আক্তার।
পুলিশ জানায়, প্রযুক্তি ব্যবহার করে পর্যালোচনা এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (১২ ডিসেম্বর) থেকে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর সকাল পযর্ন্ত মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা।
তিনি বলেন, গত ৫ ডিসেম্বর মিরপুর ১০ নম্বর গোলচত্বরস্থ উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৪ অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে মামলার ভিকটিম মো. নুরুল ইসলামকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে তার মোবাইল ফোন, হাত ঘড়ি, স্বর্ণের চেইন এবং তাহার পরিবারের লোকজনের নিকট টাকা দাবি করে এই চক্রটি।
তিনি আরও বলেন, এই চক্রটি টাকা আদায় করে এবং তাহার সঙ্গে থাকা এটিএম কার্ড থেকে নগদ ১,০০,০০০/- টাকা এবং পিওএস মেশিনের মাধ্যমে স্বর্ণ ক্রয়ের মাধ্যমে ২৩,৪৫,০০০/-টাকা হাতিয়ে নেয়।
তিনি বলেন, ‘এই ঘটনায় পরবর্তীকালে বাদী মিরপুর মডেল থানার মামলা হয় ওই মামলার পর পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের জন্য সক্রিয়ভাবে কাজ করে। এরই ধারাবাহিকতায় এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগের তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/