অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির ব্যাট ফাঁকি দিয়ে বল স্টাম্পে আঘাত হানার সাথে সাথেই ভোঁ দৌড় দিলেন ভারতীয় তরুণ পেসার হার্ষিত রানা। ততক্ষণে যে অপেক্ষা ফুরিয়েছে ভারতেরও। ৫৩৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমে গেছে ২৩৮ রানে। তাতে করে ২৯৫ রানের ঐতিহাসিক এক জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
এদিকে অসিদের বিপক্ষে পার্থ টেস্ট জয়ে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতের সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের কীর্তি এটাই। এর আগে ১৯৭৮ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ২২২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল ৫৩৪ রান। পাহাড়সম এ রানের পেছনে ছুটতে গিয়ে রোববারই তারা ৪.২ ওভারে ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সোমবার নবম ওভারেই অসিরা হারায় উসমান খাজাকে। এরপর ট্রাভিড হেডের সঙ্গে পঞ্চম উইকেটে ৬২ রান যোগ করেন স্মিথ। ৬০ বলে ১৭ রান সিরাজের বলে ফেরেন স্মিথ। ৫ উইকেটে ১০৪ রান নিয়ে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া।
লাঞ্চ বিরতির পর আক্রমণাত্মক খেলতে থাকেন হেড ও মার্শ। তবে দ্রুতই দুজনকে ফেরায় ভারত। ১০১ বলে ৮৯ রান করা হেডকে পন্টের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন বুমরাহ। আর ৬৭ বলে ৪৭ রান করা মিচেল মার্শকে বোল্ড করেছেন নীতিশ রেড্ডি। এরপরই জয়ের ক্ষণ গণনা শুরু করে ভারত। স্টার্ক-লায়নকে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ৯ উইকেট হারানোর পরও অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন অ্যালেক্স ক্যারি। হ্যাজলউডকে নিয়ে এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন। ইনিংসের ৫৯তম ওভারের ৪র্থ বলে ক্যারিকে বোল্ড করে ফেরান রানা। এতে ২৯৫ রানের বড় ব্যবধানে জিতে বোর্ডার -গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
পার্থ টেস্টে ভারতের জয়ের নায়ক অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এ পেসার প্রথম ইনিংসে নেন ৩০ রানে ৫ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ৪২ রানে পকেটে নেন ৩টি উইকেট। সব মিলিয়ে ৭২ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এ ডানহাতি পেসার।