‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রম চালাতে বাধা নেই’
প্রশাসন থেকে কোনো বাধা নেই, বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে এসে তাদের কার্যক্রম চালাতে পারেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।
রবিবার (১১ ডিসেম্বর) তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান পল্টন এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিএনপি কার্যালয়ের সামনে নিরাপত্তা দিতে পুলিশ সদস্য আছে।
মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, আমাদের কাছে নাশকতার তথ্য ছিল এজন্য পুলিশের পক্ষ থেকে বিএনপির কাযার্লয় ঘিরে রাখা হয় এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
উল্লেখ্য, এর আগে ৭ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ এবং বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নয়াপল্টনের রাস্তা বন্ধ করে রাখে পুলিশ। নয়াপল্টনে সমাবেশ থেকে সরে আসার পর বিএনপিকে বেশ কয়েক জায়গায় সমাবেশ করতে প্রস্তাব দেওয়া হয়। অবশেষে শুক্রবার (৯ ডিসেম্বর) নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গোলাপবাগ মাঠে গণসমাবেশের অনুমতি পায় দলটি। পরে সমাবেশ শেষ হলে রাতে নয়াপল্টনের রাস্তা ছেড়ে দেয় পুলিশ।
কেএম/আরএ/