বিএনপির সমাবেশ: হেলিকপ্টারে র্যাবের টহল
রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাস্থলে নিরাপত্তা জোরদারে হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিএনপির আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর পর এমন তথ্য জানায় সংস্থাটি।
জানতে চাইলে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব সদর দপ্তরের মুখপাত্র (মিডিয়া পরিচালক) কমান্ডার খন্দকার আল মঈন খান বলেন, বিএনপির সমাবেশস্থলে আমরা ড্রোন ক্যামেরাসহ হেলিকপ্টারের মাধ্যমে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুরো রাজধানীতে শৃঙ্খলা বাহিনীর ৩২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, উদ্বুদ্ধ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা প্রস্তুত রয়েছি।
নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এরপর থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। সারাদেশ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কয়েক হাজার পুলিশ সদস্যকে ঢাকায় নিয়ে আসা হয়।
বিএনপির গণসমাবেশ নিয়ে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত। নানা জটিলতার পর দলটি শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে ডিএমপির বেধে দেওয়া ২৬ শর্তে সমাবেশ করছে।
কেএম/আরএ/