রাজধানীতে তুলনামূলক যান চলাচল কম
রাজধানীতে অন্য ছুটির দিনের তুলনায় আজ যান চলাচল অনেক কম দেখা যাচ্ছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর নিউ মার্কেট, শাহাবাগ, পল্টন, মতিঝিল, ফার্মগেট, শ্যামলী, কল্যাণপুর, মহাখালী, মিরপুর ঘুরে অনেকটাই ফাঁকা থাকার চিত্র ছিল চোখে পড়ার মতো।
শাহবাগে কথা হয় অলি মিয়ার সঙ্গে তিনি বলেন, প্রতিদিনের মতো আজ রাস্তাঘাট ফাঁকা বেশি মনে হচ্ছে।
নিউ মার্কেটে কথা হয় নিরব হোসেনের সঙ্গে তিনি বলেন, শুক্রবার সাধারণত এদিন রাস্তাঘাট খালি থাকে তবে আজ মনে হচ্ছে একটু বেশিই ফাঁকা।
মতিঝিলে কথা হয় মো. নজরুলের সঙ্গে তিনি বলেন, আজকে অন্যান্য বন্ধের দিনের তুলনায় রাস্তায় গাড়ি কম। কিন্তু মানুষ বেশি। এ কারণে গাড়িতে গাদাগাদি করে যেতে হচ্ছে আমাদের। আবার গাড়ি কম থাকায় বাস পেতেও সময় লাগছে।
জানতে শাহবাগে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমান হোসেন বলেন, শুক্রবারে রাস্তায় গাড়ির সংখ্যা একটি কম থাকে। হয়তো এজন্য মনে হচ্ছে রাস্তায় গাড়ি কম।
এদিকে আগামীকাল ১০ ডিসেম্বর রাজধানীতে ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ কোথায় হবে, সেই ভেন্যু নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজনেতিক অঙ্গন। দলটির পক্ষ থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে সমাবেশ করতে চাইলেও অনুমতি দিচ্ছে না সরকার। এ কারণে এর আগে বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতা-কর্মীদের। এ কারণে রাজধানীবাসীর মাঝে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বৃহস্পতিবারের (৮ ডিসেম্বর) মতো শুক্রবারও রাজধানীর প্রবেশ মুখে কয়েকটি জায়গায় পুলিশের চেকপোস্ট দেখা গেছে।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাজধানীর প্রবেশ পথে সাইনবোর্ড, মৌচাক, মদনপুর, মেঘনা টোল প্লাজার সামনে পুলিশ চেকপোস্ট দেখা গেছে। এ ছাড়া ঢাকার অদূরে সাভার ও নিকটবর্তী জেলা মুন্সিগঞ্জে গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।
জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে.এন.রায় নিয়তি বলেন, শুক্রবারে এমনিতেই রাস্তায় মানুষ একটু কম থাকে। রাস্তায় গাড়িকম থাকার বিষয়টি হলো গাড়ির মালিক বা বিআরটিএর বিষয়। তারা ভালো বলতে পারবেন। আর পুলিশের তল্লাশির বিষয়টি হলো এটা আমাদের পুলিশ সদর দপ্তরের নির্দেশে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পযর্ন্ত আমাদের বিশেষ অভিযান চলছে।
তিনি বলেন, এসব বিশেষ অভিযানে সাধারণ মানুষকে কোনোভাবে হয়রানি করা হচ্ছে না। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।
কেএম/এসএন