ডিএমপি প্রতিনিধি দলের বাঙলা কলেজ মাঠ পরিদর্শন
বিএনপির ১০ ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশের সম্ভাব্য স্থান হিসেবে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠ পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ১১টার পর তারা বাঙলা কলেজ মাঠ পরিদর্শন করেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল।
বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়। এরপর ডিএমপি আমাদের মিরপুর বাঙলা কলেজ মাঠও যুক্ত করতে বলে। দুটি জায়গা পরিদর্শন করে কোথায় সমাবেশ হবে তা জানানো হবে।
বিএনপি নেতাদের সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদও উপস্থিত ছিলেন।
বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি নেতারা কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চেয়েছেন। তারা মিরপুরের কালশীতে যেতে রাজি নন। তবে মিরপুরের বাঙলা কলেজ মাঠ নিয়ে আপত্তি করেননি তারা। আশা করি বিএনপির সমাবেশস্থল নিয়ে দ্বন্দ্ব শিগগিরই কেটে যাবে।
কেএম/এসজি