খেলার মাঠের দখলমুক্তি, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে অবস্থান জানাল ডিএসসিসি
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৩য় তফসিলের ধারা ২৪.৩ ও ২৪.৪ অনুযায়ী করপোরেশনের আওতাধীন এলাকায় সর্বসাধারণের সুবিধা ও চিত্ত-বিনোদনের জন্য উদ্যান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং উদ্যান উন্নয়নের জন্য উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করার এখতিয়ার সিটি করপোরেশন সংরক্ষণ করে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্বভার গ্রহণের পর হতে সে আইনের যথাযথ ও কার্যকর প্রয়োগে দৃঢ় সংকল্প এবং সে লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছেন।
সরকারি-বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক, ব্যক্তি বা স্বার্থান্বেষী গোষ্ঠী বা দুষ্টু চক্র কর্তৃক খেলার মাঠ দখল করা বা দখলে রাখার পায়তারা করার বিরুদ্ধে নগরবাসীর কল্যাণে ডিএসসিসি সুসংহত ও বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে। জনস্বার্থে ও জনস্বাস্থ্য নিশ্চিত করার প্রয়াসে সকল খেলার মাঠ দখলমুক্ত করার পাশাপাশি তা রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন অব্যাহত থাকবে এবং সেসব মাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে জনসাধারণের প্রবেশ ও খেলাধুলায় অংশগ্রহণে কোনও ব্যক্তি বিশেষ ও গোষ্ঠী কর্তৃক বাধাপ্রাপ্ত হলে তা ডিএসসিসিকে যথাসময়ে অবহিত করার অনুরোধ করা হলো। ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষের +৮৮০২২২৩৩৮৬০১৪ টেলিফোন নম্বরে যোগাযোগ পূর্বক প্রয়োজনীয় তথ্য প্রদানে নগরবাসীকে আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে।
আরইউ/এমএমএ/