নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না: পুলিশ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেছেন, নয়া পল্টনের সিসি ক্যামেরা বসাচ্ছে পুলিশ, পল্টনে সমাবেশ হবে না, তার জন্য যা যা করা দরকার পুলিশ সেটাই করবে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির নয়াপল্টন কার্যালয় এখন একটি ‘ককটেল এরিয়া’।
বিপ্লব কুমার সরকার বলেন, যে রাজনৈতিক দলের অফিসে ককটেলসহ অন্যান্য দ্রব্যাদি পাওয়া যায়, সেটা আসলেই কোনো দলের কার্যালয় হতে পারে না। সেটাকে ক্রাইম সিন এরিয়া বলে আইনের ভাষায়।
তিনি আরও বলেন, গতকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলাম এবং সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করেছি। পুলিশ সর্বোচ্চ সংযম করেছে। পার্টি অফিসের সামনে লোকজন জড়ো হতে থাকে। এসব দেখে পুলিশও সতর্ক অবস্থানে ছিল। আমরা কাউকে আঘাত করতে ও আহত করতেও চাইনি।
কিন্তু অফিস ডে-তে এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা রাস্তা বন্ধ করে দিয়েছিল। আমরা তাদের বারবার অনুরোধ করছিলাম রাস্তা থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু বিএনপি নেতা-কর্মীরা মতিঝিল বিভাগের ডিসিসহ সঙ্গের ফোর্সের ওপর হামলা করলে এই ঘটনা ঘটে।
বিএনপির কার্যালয়কে ইঙ্গিত করে তিনি বলেন, ওই বিল্ডিং থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ছাড়া, ককটেল ছোড়া হয়। পরে আমরা বাধ্য হয়েছি অভিযান চালাতে। যখন ওই বিল্ডিং থেকে ককটেল নিক্ষেপের বিষয়টি আরও নিশ্চিত হই তখন আমরা ওই বিল্ডিংয়ে অভিযান চালাই। এ সময় সেখানে অবস্থান করা অনেক সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করেছি।
তিনি বলেন, ব্যাপক সংখ্যক ককটেল ও নাশকতা করার মতো অনেক দ্রব্য উদ্ধার করা হয়। আইনের ভাষায় এই অফিসকে প্লেস অফ অকারেন্স (পিও) বলে থাকি। যাকে ক্রাইম সিন বলে। এই এলাকায় এখন বিশেষজ্ঞও ক্রাইম সিনের লোকজন ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ শেষ না হবে।
কেএম/এমএমএ/