‘কাজ শেষ না হওয়া পর্যন্ত নয়াপল্টনে থাকবে পুলিশ’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেছেন, যতক্ষণ পর্যন্ত পুলিশের কাজ শেষ না হচ্ছে, ততক্ষণ নয়াপল্টনে আমরা আছি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালের দিকে পল্টন থানার সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা বিএনপির দলীয় কার্যালয় কর্ডন করে রেখেছি। বিশেষজ্ঞ ও ক্রাইমসিনের লোকজন ছাড়া কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত পুলিশের কাজ শেষ না হচ্ছে, ততক্ষণ এখানে কোনো কিছুই হতে দেওয়া হবে না।
বিপ্লব কুমার সরকার বলেন, যতক্ষণ পর্যন্ত এই এলাকা (পল্টন) আমরা পরিপূর্ণ নিরাপদ মনে না করব, ততক্ষণ এই এলাকায় যান চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করে আটকাচ্ছি না। তবে এখানে এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো অবকাশ নেই।
তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই পড়ে না। অফিসের মধ্যে ককটেল রাখে, এটাকে এখন আমরা ককটেল রাখার স্থান হিসেবে অভিহিত করছি। সেটা নিয়েই এখন আমরা তদন্ত করে যাচ্ছি। আমাদের ক্রাইম সিন ইউনিট কাজ করে যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখানকার অবস্থায় এমনই থাকবে।
বিপ্লব কুমার সরকার বলেন, নয়াপল্টনের বিএনপি কার্যালয় একটি মারাত্মক ঘটনাস্থল। এখানে প্রচুর ককটেল পাওয়া গেছে। সুতরাং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ছাড়া যানচলাচল বন্ধ থাকবে। এখানে আরও ককটেল থাকতে পারে, নাশকতা চালানোর মতো আরও উপাদান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের কাছে বেশকিছু গোয়েন্দা তথ্য আছে তার ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। এখানে ব্যক্তিকে টার্গেট করে কোনো কিছুই করা হচ্ছে না। এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। এই এলাকায় শুধুমাত্র ইমার্জেন্সি লোকজনকে প্রবেশ করতে দেওয়া হবে।
মামলার বিষয়ে তিনি আরও বলেন, পুলিশের উপর হামলায় বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে এবং অনেকই গ্রেপ্তার আছে।
কেএম/এসজি