আর্জেন্টিনার জার্সি পরা সেই যুবককে খুঁজছে পুলিশ
রাজধানীর নয়াপল্টনে বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শটগান হাতে আর্জেন্টিনার জার্সি পরা এক যুবককে গুলি ছুড়তে দেখা যায়। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
আর্জেন্টিনার জার্সি পরা যুবকের পরিচয় কী? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। ওই যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, জার্সি পরা যুবককে এখনো চিহ্নিত করা যায়নি। তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।
গতকাল বুধবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, দলের প্রচার সম্পাদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এসজি