'বিএনপিকে অনুমতি ব্যতীত কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না'
বিএনপিকে অনুমোদনহীন ও অনুমতি ব্যতীত কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. হায়াতুল ইসলাম হায়াত। আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ উন্মুক্ত স্থানে করতে বিএনপিকে আবারও অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মতিঝিল বিভাগের ডিসি হায়াত এমন মন্তব্য করেন।
ডিসি হায়াতুল ইসলাম বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য আবারও বিএনপিকে পুলিশ অনুরোধ জানিয়েছে। যদি তারা (বিএনপি) সেখানে সমাবেশ করতে চান, তাহলে তারা যে সমস্যার কথা বলেছে সেটা সমাধান করা হবে। ডিএমপির অনুমোদন ছাড়া কোনো স্থানে কর্মসূচিও পালন করা যাবে না।
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য বিকল্প স্থানের অনুমোদন দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিকল্প স্থানের প্রস্তাবের বিষয়ে এখনো অনুমোদন দেয়া হয়নি। বিএনপির চাহিদা অনুযায়ী বিকল্প স্থানে অনুমোদন দেয়া হবে না।
এর আগে সোমবার (৫ ডিসেম্বর) বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি সমাবেশের স্থান নয়াপল্টনের পরিবর্তে আরামবাগ সড়কে করার মৌখিক প্রস্তাব দিলে সেটি নাকচ করে দেয় ডিএমপি।
কেএম/এএস