আঙুল অস্ত্রোপচারে শিশুর মৃত্যু, চিকিৎসকের নামে মামলা
রাজধানীর রুপনগরে একটি হাসপাতালে হাতের আঙুল অস্ত্রোপচার করাতে গিয়ে শিশু মারুফা জাহান মাইশার (৫) মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানী রূপনগর থানায় মামলাটি করেন মৃত মাইশার বাবা মোজাফফর হোসেন।
মামলার আসামিরা হলেন— আলম মেমোরিয়াল হাসপাতালের ডা. আহসান হাবিব, সার্জারি ডা. শরিফুল ইসলাম ও এনেস্থিসিয়া ডা. রনি। এদিকে, মঙ্গলবার মাইশার মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। এর আগে কুড়িগ্রাম শহরে বিক্ষোভ করে শিশুটির স্বজন ও এলাকাবাসী।
সম্প্রতি হাতের আঙুল অস্ত্রোপচার করার জন্য পাঁচ বছরের শিশু মাইশাকে কুড়িগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসেন তার বাবা-মা। কিন্তু এ অস্ত্রোপচারই কাল হলো তার জীবনে। হাতের চিকিৎসায় বদলে কাটা হয় তার পেট। অবস্থা খারাপ হলে অন্য হাসপাতালে পাঠানো হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য। এর মধ্যেই মারা যায় মাইশা। রাজধানীর রূপনগরের আলম মেমোরিয়াল হাসপাতালে মাইশার অপারেশন করা হয়। মাইশার মৃত্যুর ঘটনায় ওই হাসপাতালতে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে দেখা যায়, আলম মেমোরিয়াল হাসপাতালের নেই নিবন্ধন সনদ। বেআইনিভাবে চলছিল হাসপাতালটি। পরে হাসপাতালটি বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর।
আরএ/