রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর গুলশান লিংক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক কামাল হোসেন (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতের গাড় থেকে বিয়ার উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ জহিরুল ইসলাম। দুর্ঘটনায় কবলিত ওই প্রাইভেটকার থেকে ১৪৯২ ক্যান বিয়ার ও পাশাপাশি আরও ৪১৮টি খালি বিয়ারের ক্যান উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
তিনি আরও জানান, গত ১৫ নভেম্বর ভোরের দিকে কামাল হোসেন প্রাইভেটকার চালিয়ে গুলশান লিংক রোড নিপ্পন বটতলা নামক স্থানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে বুকে আঘাত পান চালক কামাল হোসেন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, ‘পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। এ ছাড়া, মৃত কামাল হোসেনের বিরুদ্ধে গুলশান ও যাত্রাবাড়ী থানায় মাদক মামলা রয়েছে। কামাল হোসেন জামালপুর সদর উপজেলার চর গজারিয়ার এলাকার মৃত শরাফত আলীর ছেলে।
তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। এদিকে হাসপাতালে কামাল হোসেনের ছেলে রাকিব হাসান জানান, পুলিশের কাছ থেকে সংবাদ পাওয়া যায় তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে আজ রবিবার সকালে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমএমএ/