‘বাপ-পোলা ব্রাজিলের সমর্থক’
বাবা-ছেলেসহ তার আগের প্রজন্মের সবাই নাকি ব্রাজিলের সমর্থক ছিল। তাই তিনিও ব্রাজিলের অন্ধ সমর্থক। এই ভক্তের নাম মোবারক হোসেন শুভ। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা মোবারকের। তার দাবি, তিনি আনুমানিক ১০ বছর বয়স থেকে ব্রাজিলের সমর্থন করেন।
শুক্রবার (২৫ নভেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে চলছিল ব্রাজিল বনাম সার্বিয়ার ফুটবল বিশ্বকাপের ম্যাচ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ডাচ-চত্বর ও হাজী মুহাম্মদ মুহসীন হলের মাঠে বড় পর্দায় বিশ্বকাপ দেখতে ফুটবলপ্রেমীরা ভিড় জমায়।
খেলা শেষ হতে বাকি মিনিট দশেক। এর মাঝেই ঢাবির টিএসসি সংলগ্ন এলাকায় ডাচ-চত্বরে মোটরসাইকেল নিয়ে হাজির মোবারক। গায়ে ব্রাজিলের জার্সি, কাঁধে জড়ানো ব্রাজিলের পতাকা, মাথায় সবুজ-হলুদ রঙের টুপি। মোটরসাইকেলজুড়ে ফিফা বিশ্বকাপের বিভিন্ন লোগো, ব্রাজিলের পতাকাসহ সবুজ-হলুদ রঙয়ের বাহারি বিভিন্ন স্টিকার ছেয়ে গেছে মোবারকের মোটরসাইকেল। মোটরসাইকেলের সামনে এবং দু’পাশে লেখা ‘বাপ-পোলা ব্রাজিলের সমর্থক’।
মোবারক হোসেন জানায়, ব্রাজিল ফিফা বিশ্বকাপের এখন পর্যন্ত ৫ বার ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জয়লাভ করেছে। আমরা দীর্ঘ ২০ বছর পর এবারের বিশ্বকাপের শিরোপা ব্রাজিল নিয়েই ফিরবে ইনশাআল্লাহ।
মোটরসাইকেলে ‘বাপ-পোলা ব্রাজিলের সমর্থক’ লেখা প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রজন্ম থেকে প্রজন্ম ব্রাজিলের সমর্থক। আমার বাবা, তার বাবাসহ পূর্ববর্তী সব প্রজন্মই ব্রাজিলের সমর্থক ছিল। তাই মোটরসাইকেলে লিখে দিয়েছি ‘বাপ-পোলা ব্রাজিলের সমর্থক’।
কবে থেকে ব্রাজিলের সমর্থন করতেন এমন প্রশ্নের জবাবে মোবারক বলেন, আমার ১৯৯৪ সালে জন্ম। যখন থেকে আমি ফুটবল খেলাটা বুঝতে শিখি তখন থেকেই ব্রাজিলের সমর্থন করি। কারণ এর পেছনে ব্রাজিল ফুটবল দলের ইতিহাস ও তাদের ফুটবল খেলায় এক ধরনের নিপুণতা রয়েছে।
কত বছর বয়স থেকে ব্রাজিলের সমর্থন করেন জানতে চাইলে মোবারক বলেন, প্রায় ১০ বছর বয়স থেকে ব্রাজিলের সমর্থন করি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ শুরু করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এসজি