বার্মিংহামের মেয়রের সম্মানে ডিএসসিসি মেয়রের মধ্যাহ্নভোজ
যুক্তরাজ্যের বার্মিংহামের (ওয়েস্ট মিডল্যান্ডস) মেয়র অ্যান্ডি স্টিটের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার (১৪ নভেম্বর) ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের ফোয়ারা চত্বর সংলগ্ন লনে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে নগর ভবনে পৌঁছালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বার্মিংহামের (ওয়েস্ট মিডল্যান্ডস) মেয়র অ্যান্ডি স্টিটকে স্বাগত জানান। পরে দুই মেয়র নগর ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সম্মাননা স্মারক হস্তান্তর করেন।
এরপর অ্যান্ডি স্টিট মধ্যাহ্নভোজে অংশ নেন। এসময় তিনি সেখানে উপস্থিত ডিএসসিসির কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ ছাড়া মধ্যাহ্নভোজ আয়োজনের জন্য করপোরেশনের মেয়রসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সবশেষে বার্মিংহ্যাম মেয়র নগর ভবন চত্বরে একটি কদম ফুল গাছ রোপণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহা-ব্যবস্থাপক মো. হায়দার আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, মেয়র প্যানেলের এক নম্বর সদস্য ও ৪৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহসহ মেয়র প্যানেলের সদস্য, স্থায়ী কমিটিগুলোর সভাপতি ও সদস্য এবং করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যের বার্মিংহ্যামের (ওয়েস্ট মিডল্যান্ডস) মেয়র প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন। গত ১৩ নভেম্বর বিকালে তিনি ঢাকা পৌঁছান। তিনি আগামীকাল সিলেটে কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যায় ঢাকা ছেড়ে যাবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে।
আরইউ/এসজি