যুবলীগের মহাসমাবেশ শেষে রাজধানীতে ব্যাপক যানজট
যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের মহাসমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশের এলাকায় ব্যাপক যানজট দেখা গেছে। শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর শাহবাগ এলিফেন্ট রোড়, মৎস ভবন, রমনা, পলাশী, প্রেসক্লাবসহ প্রায় রাজধানীর রাস্তায় যানজটের চিত্র ছিলো চোখে পড়ার মতো।
রমনা এলাকায় কথা হয় মিনপুরের পথচারী আবির হোসেনের সঙ্গে। এসময় তিনি বলেন, সকাল থেকেই শাহাবাগ এলাকায় ছিলো ব্যপক যানজট। অনেক কষ্ট করে সমাবেশ যোগদান করছি। এখান বাসায় যাচ্ছি, রাস্তায় ব্যাপক যানজট এজন্য হেঁটে হেঁটে চলছি।
শাহাবাগ মোড়ে কথা হয় উত্তরার মঞ্জুরুল হোসেন সঙ্গে। এসময় তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের সমাবেশ শেষ করে বাসায় যাচ্ছি। রাস্তায় যে ভাবে যানজট লেগে আছে, কখন বাসায় পৌঁছাবো বুঝতে পারছি না।
পলাশী মোড়ে কথা হয় পথচারী রাজন ও কাজলের সঙ্গে এসময় তারা বলেন, আজ শুক্রবার আমরা ঘুরতে এসছি টিএসসিতে এসে দেখি যুবলীগের সমাবেশ ও অনেক মানুষ, এবং বাস্তায় ভয়াবহ যানজট। তারা জানান, এখন সমাবেশ শেষ হলো মানুষ কমে যাক পরে টিএসসিতে প্রবেশ করব।
জানতে চাইলে ট্রাফিক পুলিশের প্রধান মো. মনিবুর রহমান বলেন, শুক্রবার আমাদের অনেক ট্রাফিকের ছুটি থাকে কিন্তু আজ সমাবেশকে কেন্দ্র করে তারা ছুটি না কাটিয়ে সকাল থেকেই যানজট নিরসনের লক্ষে কাজ করছে।
তিনি বলেন, সমাবেশের শুরুতে এবং শেষে অনেক রাস্তায় কিছুটা যানজট হয় সেগুলো নিরসনে আমাদের ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব নিয়ে কাজ করছেন।
কেএম/এএজেড