যানজট ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা!
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ রবিবার (৬ নভেম্বর)। এদিনের শুরুতেই রাজধানীতে যানজটের কবলে পড়েন এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ, যানজটের দুর্ভোগ ও ভোগান্তি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। যানজট নিরসনে এ দিনে যথাযথ কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন একাধিক অভিভাবকরা। বেলা ১১ টায় শুরু হয় এই পরীক্ষা চলে বেলা ১টা পর্যন্ত।
ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষার্থী বোনকে নিয়ে এসেছেন লাবণ্য আক্তার। তিনি বলেন, সেই কামরাঙ্গীরচর থেকে এখানে আসতে আমাদের অনেক সময় লেগেছে। রাস্তায় ভীষণ যানজট ছিল। প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে।
সিটি কলেজে তুষার নামের এক পরীক্ষার্থীর অভিভাবক ফারুক মিয়া বলেন, আজ এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে যানজটে দুর্ভোগ-ভোগান্তির মাধ্যমে কেন্দ্রে পৌঁছাতে পেরেছি। প্রতিদিন যদি এমন যানজট হয় তাহলে পরীক্ষার্থীকে কেন্দ্রীয় আনা খুব কষ্টকর।
সিদ্ধেশ্বরী গার্লস কলেজের তামান্না নামের এক শিক্ষার্থীর অভিভাবক জোসনা বেগম বলেন, যাত্রাবাড়ী থেকে আমরা সকাল সাতটায় রওনা হয়ে ১০.৩০ মিনিটে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে পৌঁছায় রাস্তায় ব্যাপক যানজট যার কারণে প্রচুর দুর্ভোগের শিকার হতে হয়েছে।
বকশিবাজার বদরুন্নেছা কলেজের শিক্ষার্থী রত্নার অভিভাবক লায়লা বেগম বলেন, সকাল থেকেই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। যানজট নিরসনে তেমন কোনো ভূমিকা নেই। ভোগান্তির শিকার হতে হতে কেন্দ্রে পরীক্ষার্থী নিয়ে কোনো ভাবে এসেছি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক প্রধান) মো. মুনিবুর রহমান বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে কেন্দ্রে যেতে পারে এবং বাড়ি ফিরতে পারে সেজন্য আমরা সকাল থেকে যানজট নিরাসনের জন্য ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছি এবং অতিরিক্ত ট্রাফিক পুলিশ রাস্তায় কাজ করছে।
তিনি বলেন, তবে কিছু কিছু রাস্তা সমস্যা থাকার কারণে এই যানজট তৈরি হয়। আবার অনেকে নিয়ম না মেনে যানবাহন চালান, যার কারণে যানজট বেড়ে যায়।
কেএম/আরএ/