রাজধানীতে পড়ে থাকা গাছ সরিয়ে নিচ্ছে সিটি করপোরেশন
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’এর অগ্রভাগের প্রভাবে রাজধানীর ৩০০ শতাধিক স্থানে ভেঙে পড়েছে গাছ। মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি সূত্র ঢাকাপ্রকাশকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ঝড়ের কারণে প্রায় ৩ শতাধিক স্থানে পড়ে থাকা গাছ সরিয়ে নিয়েছে সিটি করপোরেশন। তবে এখনও অনেক জায়গার গাছ সরানো চলমান রয়েছে।
ঘূর্ণিঝড় ‘সিত্রাংয়ের প্রভাবে দেখা গেছে কোথাও কোথাও তৈরি হয়েছে জলাবদ্ধতা। অধিকাংশ স্থানেই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ, ট্রাফিক বিভাগ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের লোকজন সড়ক থেকে গাছ সরিয়ে নিচ্ছেন। তবে এখনো যান চলাচল বিঘ্নিত হচ্ছে বেশ কিছু সড়কে।
ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক বিভাগ বলছে, সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঝোড়ো হাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। তবে এতে কোনো হাতাহতের খবর পাওয়া যায়নি।
সিত্রাংয়ের অগ্রভাগের প্রভাবে ভারি বৃষ্টির সঙ্গে সন্ধ্যার পরে ঢাকায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। ঢাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
জানতে চাইলে রাজধানীর গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) রবিউল ইসলাম বলেন, অনেক স্থানেই গাছ পড়ে চলাচল বিঘ্নিত হয়েছিল সব কিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। আমরা এরই মধ্যে সবার সহযোগিতায় অন্তত ৪০-৫০ স্থানে যান চলাচল স্বাভাবিক করতে পেরেছি। বেশকিছু স্থানে এখনো সমস্যা রয়েছে। তবে যান চলাচল বিঘ্নিত হওয়ার মতো নয়।
রাজধানীর, নিউ মার্কেট, ওয়ারী, লালবাগ, উত্তরা, মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অন্তত সারা ঢাকাতে প্রায় ৩ শতাধিক গাছ ও ডালপালা পড়ে থাকায় যান চলাচল বিঘ্নিত রয়েছে। তবে এই সমস্যা সমাধানের জন্য পুলিশ ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছে বলে জানা গেছে।
কেএম/এমএমএ/