‘প্রতিবন্ধী রিকশাচালককে মারধর’ এমন অপপ্রচারে হামলার ঘটনা: ডিবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিমের বিশেষ অভিযানে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে।
তাদের ধরার পর পুলিশ বলছে, ট্রাফিক পুলিশ একজন প্রতিবন্ধী রিকশাচালককে মারধর করেছে এমন অপপ্রচার চালিয়ে রিকশাচালকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে গেছে হামলার ঘটনাটি ঘটে।
শনিবার (১৫ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জনি ইসলাম, মো. রাসেল মিয়া, মো. সুরুজ, মো. আক্তার, মো. শমসের উদ্দিন, মো. রনি, মো. কালিম, মো. মাসুদ রানা ও মো. সাম।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি পুলিশের প্রধান ডিআইজি হারুন অর রশিদ।
ডিআইজি হারুন অর রশিদ বলেন, গতকাল মিরপুর ও পল্লবী থানা এলাকা দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্তৃক নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ পালনের সময় কিছু উশৃঙ্খল রিকশাচালক একতাবদ্ধ হয়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর ও কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, ট্রাফিক পুলিশ একজন প্রতিবন্ধী রিকশাচালককে মারধর করেছে এমন অপপ্রচার চালিয়ে রিকশাচালকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেওয়া হয়। তারই প্রেক্ষিতে অবৈধ ব্যাটারি
চালিত রিকশামালিক, চালক ও মটর ব্যাটারি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট লোকজন এই ঘটনায় ইন্ধন দেয় ।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
কেএম/এমএমএ/