সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ছোট প্রকল্পেও বাড়াতে হচ্ছে মেয়াদ!

জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজাকে অফিসে রুপান্তরসহ বেশ কিছু উন্নয়নকাজ করতে দেড় বছর মেয়াদি একটি প্রকল্প নিয়েছিল গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কাজের মেয়াদ ছয় মাস বাড়ানোর প্রস্তাব করেছে গণপূর্ত অধিদপ্তর।

অথচ ইতোমধ্যে এই প্রকল্পের বরাদ্ধকৃত টাকার ৭০ শতাংশ ব্যয় করা হয়েছে ফার্নিচার কেনা ও কর্মকর্তাদের সম্মানী দিতে। সেই তুলনায় প্রকল্পের বাকি কাজ সেভাবে হয়নি। বাধ্য হয়ে সংসদ ভবনের ছোট প্রকল্পটিও সংশোধন করা হচ্ছে বলে দাবি করছে গণপূর্ত অধিদপ্তর।

পরিকল্পন কমিশন ও গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজাটি দীর্ঘকাল থেকে স্টোর হিসেবে ব্যবহার হচ্ছে। কিন্তু সংসদ সদস্য ও কর্মকর্তাদের জন্য অফিসের প্রয়োজন হওয়ায় এটি সংস্কার করে অফিস বানানোর জন্য উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে উত্তর প্লাজাকে নতুন করে ঢেলে সাজানোসহ স্থপতি লুই আই কানের নকশা অনুযায়ী জাতীয় সংসদ ভবনের বিভিন্ন প্রবেশ গেটে অভ্যর্থনাকক্ষসহ সেন্ট্রি পোস্ট নির্মাণ করার প্রস্তাব করা হয় গত বছর।

এ জন্য গণপূর্ত অধিদপ্তর থেকে একটি প্রকল্প তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। তাতে ব্যয় ধরা হয় ৪৯ কোটি ১০ লাখ টাকা। ৫০ কোটি টাকার কম হওয়ায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ২০২১ সালের ১০ জুন প্রকল্প প্রস্তাবনাটি অনুমোদন দেন।

এই প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ দেড় বছরে প্রকল্পের কাজ শেষ করার কথা। কাজের মেয়াদ শেষ হতে আরও তিন মাস বাকি। কিন্তু এরই মধ্যে গণপূর্ত অধিদপ্তর থেকে প্রকল্পটি সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছে।

এ ব্যাপারে প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রোকন উদ্দিন বলেন, সংসদ চলাকালীন কাজ করা যায় না। আবার কিছু মালামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এ ছাড়া উত্তর প্লাজার ফ্লোরে স্টোর থাকায় মালামাল অপসারণ করতে দেরি হয়েছে। তাই নির্ধারিত সময়ে প্রকল্পের অন্যান্য কাজ শেষ করা সম্ভব হয়নি। এ জন্য ছয় মাস বৃদ্ধি করা দরকার। তবে এতে কোনো ধরনের ব্যয় বৃদ্ধি পাবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় সংসদ ভবনের উত্তর প্লাজার নিচ তলার আধুনিকায়নের জন্য তিন কোটি ৬৩ লাখ টাকা ফার্নিচার কেনা হয়েছে। ৬ কোটি ৪৫ লাখ টাকার মধ্যে ৯৫ শতাংশ ইন্টারন্যাল ডেকোরেশনের কাজে ব্যয় করা হয়েছে। প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের জন্য কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার কেনা হয়েছে পাঁচ লাখ টাকার। স্টেশনারি কেনার জন্য বরাদ্দকৃত দুই লাখ টাকা পুরোটাই ব্যয় করা হয়েছে। সম্মানীভাতা ধরা হয়েছিল চার লাখ টাকা। তাতে আড়াই লাখ টাকা ব্যয় করা হয়েছে।

সূত্র জানায়, তবে ছাদের পানিপড়া রোধকল্পে নতুন ব্রিক, মার্বেল পাথর প্রতিস্থাপনসহ অন্যান্য কাজ তেমন হয়নি। এজন্য প্রকল্পটি সংশোধনের প্রস্তাব করা হয়েছে গণপূর্ত অধিদপ্তর থেকে। তাতে ব্যয় না বাড়িয়ে ছয় মাস অর্থাৎ ২০২৩ সালের জুন পর্যন্ত সময় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

এনএইচবি/আরএ/

Header Ad

আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রথম পর্বে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না। তবে অ্যাক্সিলারেটেড নিলাম বা দ্রুতগতির নিলামে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের নাম উঠেছিল। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রীতই থাকলেন গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতানো দ্য ফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।

আইপিএলের গত আসরে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। জাতীয় দলের ব্যস্ততা থাকায় পুরো আসরে খেলতে না পারলেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। মাত্র ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর এমন পারফরম্যান্সের পরও ভাবা হচ্ছিল দল পেতে যাচ্ছেন এই পেসার।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের জার্সিতে খেলেন ৫৭টি ম্যাচ। বল হাতে নিয়েছেন ৬১ উইকেট। সেরা মৌসুম কাটিয়েছেন ২০১৬ সালে। সেসময় ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জেতেন তিনি।

Header Ad

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার। ছবি: সংগৃহীত

হত্যা মামলার অভিযোগে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহারকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টাঙ্গাইল সদর থানায় তার ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আজাহার জেলা পরিষদের সাবেক সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা সিএনজি-অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

Header Ad

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়। ছবি: ঢাকাপ্রকাশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। সকালে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

দেখা গেছে সন্ধ্যা থেকে সকাল ৭টা পর্যন্ত শীতের প্রকোপ থাকছে বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপট থাকছে বেশ।

নওগাঁ সবজি উৎপাদনে বৃহৎ জেলা। এ জেলায় উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হয় দেশের বিভিন্ন বাজারে।

চাষিরা বলছেন, শীত আগমনে সকালের দিকে মাঠে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে।

অন্যদিকে শীত আগমনে জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে এই সময়টাতে শিশু এবং বয়স্কদের প্রতি বাড়তি নজর রাখতে বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে।

Header Ad

সর্বশেষ সংবাদ

আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার