ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় ‘আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’
চলতি বছরের ডেঙ্গুর বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। এমতাবস্থায় ডেঙ্গু প্রতিরোধে 'সচেতন হই, সচেতন করি' স্লোগান নিয়ে সামাজিক জনসচেতনতা তৈরির লক্ষ্যে নানা ধরনের প্রচার চালাচ্ছে ‘আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন’।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তেজগাঁওস্থ ২৫ নম্বর ওয়ার্ডের নাখালপাড়ার লোকাল থেকে শুরু করে পশ্চিম নাখালপাড়া, পূর্ব নাখালপাড়া, শাহীনবাগ, হাজী মরণ আলী রোড হয়ে নাবিস্ক মোড় পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের সদস্যরা। জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ স্টিকার বিতরণ, ফিগার/ স্প্রে মেশিনের ব্যবহারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন এর অর্ধশত স্বেচ্ছাসেবী ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুর উপস্থিত থেকে জনসচেতনতা কার্যক্রমে উদ্বুদ্ধ করেন। অংশ নেন এলাকার শতাধিক সচেতন মানুষ।
'আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন' এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যা মানবকল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে। এটি ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুকভিত্তিক গ্রুপ এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ 'আমরাই কিংবদন্তি' ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে। যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪৭ হাজার।
সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে এর মধ্যে অন্যতম হচ্ছে করোকালীন অক্সিজেন ব্যাংক কার্যক্রম, দেশজুড়ে পরিচ্ছন্নতার ও জনসচেতনতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলপ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও ধারাবাহিক খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ, দূরারোগে আক্রান্ত সদস্যদের আর্থিক সহায়তা এবং রক্তদান কর্মসূচিসহ বিবিধ কার্যক্রম। এ ছাড়াও রয়েছে স্বাবলম্বীকরণ এবং ইচ্ছা পূরণের মতো স্থায়ী উদ্যোগ যার মাধ্যমে ইতিমধ্যে প্রায় অর্ধ শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। ধারাবাহিকভাবে গ্রুপে পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষের পাশে চিকিৎসা সেবাসহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।
এসএন