রাজধানীতে হঠাৎ সিএনজি অটোরিকশায় আগুন
ফাইল ফটো
রাজধানীর গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে হঠাৎ একটি সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে সিএনজি অটোরিকশাটি পুড়ে যায়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস সদর দপ্তর। পরে সেখানে দুটি ইউনিট পাঠিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিএনজি অটোরিকশায় গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খাকতে পারে। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া জানান, জিরো পয়েন্ট ও গোলাপ শাহ মাজারের মধ্যবর্তী রাস্তায় একটি সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনা কী কারণে হয়েছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এএইচ/এমএমএ/