অসহযোগিতায় হোঁচট খাচ্ছে ফ্রাঞ্চাইজি বাস সেবা
নগরবাসীকে স্বস্তিদায়ক গণপরিবহন সেবা দিতে সিটি করপোরেশনের নেওয়া ফ্রাঞ্চাইজি বাস সেবা বার বার হোঁচট খাচ্ছে। পরিবহনমালিকদের অসহযোগিতার কারণে নগরীর সবকটি রুটে ঢাকার দুই সিটি করপোরেশনের ‘ঢাকা নগর পরিবহন’ বাস সেবা সার্ভিস আগাতে পারছে না। যে ক’টি রুটে এই সেবা চালু হয়েছে সেগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ভাঙাচুরা, লক্কড়-ঝক্কড় গাড়ি দিয়ে চলা এই পরিবহন সেবার মান নিয়েও প্রশ্ন উঠেছে।
অথচ ঘটা করে নগরীর বিভিন্ন পয়েন্টে বাস স্টপেজ করে নির্ধারিত স্থানে যাত্রী উঠানো নামানো এবং গেট লক পদ্ধতিতে নগর পরিবহন সেবা দেওয়ার কথা।
অভিযোগ উঠেছে, পরিবহন মালিকরা সিন্ডিকেট করে ফ্রাঞ্চাইজি বাস সেবা ‘ঢাকা নগর পরিবহন’কে জিম্মি করে রেখেছেন। প্রথম থেকেই বাস না দিয়ে এই উদ্যোগের বিরোধীতা করে আসছেন বাস মালিকরা। যার ফলে নগরবাসীকে গণপরিবহন সেবা দেওয়ার যে উদ্যোগ করপোরেশন নিয়েছিল সেটি পদে পদে বাধাগ্রস্থ হবে। সিটি
জানা গেছে, যখন ফ্রাঞ্চাইজি বাস সার্ভিস চালুর কথা হয় তখন বলা হয়েছিল রাজধানীর গণপরিবহন সেবাকে সহজ ও যাত্রীবান্দ্বব করতে মোট ২১টি রুট হবে। সবকটি রুটে নতুন ও শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলবে।
কিন্তু সিটি করপোরেশনের কথা অনুযায়ী ২১টি রুট তো দূরের কথা, এখন পর্যন্ত মাত্র দুটি রুটে ঢাকা নগর পরিবহনের বাস নামানো সম্ভব হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রি বাস নামানোর কথা বলা হলেও সবগুলো পরিবহনই নন-এসি। শুধু তাই নয়, সবগুলো পুরনো, ভাঙাচুরা ও লক্কড়ঝক্কড় বাসকে রং করে রাস্তায় নামানো হয়েছে। এ নিয়ে যাত্রীদের ক্ষোভের শেষ নেই।
রাজধানীতে ফ্রাঞ্চাইজি বাস সার্ভিস চালু করার কথা ছিল ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে। কিন্তু এর ঠিক ৩ দিন আগে ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভায় মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম অভিযোগ করে বলেন, বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গ ও অসযোগিতার কারণে এই সার্ভিস চালু হতে আরও সময় লাগবে।
ওই সভায় দুই মেয়েই অভিযোগ করেন, বাস মালিকরা বাস দেওয়ার কথা বলেও দেয়নি। এ কারণে আমরা কিছুটা হোঁচট খেয়েছি।
যদিও ওই সময় এটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেন বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।
অভিযোগ উঠেছে, সেই অসহযোগিতা এখনো করে যাচ্ছেন বাস মালিকরা। গত ১ সেপ্টেম্বর থেকে নতুন ৩টি রুটে চালু হওয়ার কথা ছিল। কিন্তু এবারও মালিকদের অসহেযাগিতার কারণে নতুন রুটে বাস নামানো সম্ভব হয়নি।
এখন পরিবর্তিত তারিখ অনুযায়ী এই তিনটি রুটের মধ্যে আগামী ১৩ অক্টোবর থেকে দুটি রুটে বাস সার্ভিস চালু হবে। অন্য একটি রুটে বাস নামানোর সময় নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত।
এ প্রসঙ্গে বাস রুট রেশনালাইজেশন কমিটির সম্প্রতি ২৪তম সভায় কমিটির আহবায়ক ও ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ক্ষোভ প্রকাশ করে বলেন, জাহান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের অসহযোগিতার কারণে ২৩ নম্বর রুটে বাস নামানো সম্ভব হয়নি। এই রুটটিতে বাস নামানোর জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা ঠিক করা হয়েছে।
সভায় উপস্থিত বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ দুই মেয়রের এসব অভিযোগ প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
প্রসঙ্গত, গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর রুটে পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু হয়। ৫০টি বাস দিয়ে এই পথে ঢাকা নগর পরিবহনের বাস সার্ভিস চালু করা হয়েছিল।
এনএইচবি/এমএমএ/