উদ্যোক্তা তৈরিতে ফ্রি সেমিনার করবে এসএসও
আপনি শিক্ষিত, বেকার। ঘরে বসে আছেন। কোনো কাজ পাচ্ছেন না। চাকরি হচ্ছে না। কিংবা দিনের পর দিন চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, কিন্তু কবে চাকরি হবে কিংবা আদৌও চাকরি হবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাও হচ্ছে না অর্থ আর নানা ঝামেলার কারণে।
এই অবস্থায় কঠিন দুশ্চিন্তায় ভুগছেন। অযথা দুশ্চিন্তা না করে বরং উদ্যোক্তা হন। নিজেই ধীরে ধীরে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন। অবশ্য চাইলেই তো উদ্যোক্তা হওয়া যাবে না। এজন্য অনেক কিছু জানতে হবে।
হ্যাঁ, উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকলে আর দেরি না করে একটা ফ্রি প্রশিক্ষণ কোর্স করতে পারেন। সেখান থেকে নেওয়া জ্ঞান নিয়ে নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তাহলে বদলে যাবে আপনার জীবন।
আগামী ৮ অক্টোবর রাজধানীর গুলশানে আগ্রহী তরুণ-তরুণীদের উদ্যোক্তা হতে আগ্রহীদের নিয়ে ফ্রি সেমিনার করবে স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন সংস্থা সোস্যাল সার্ভিস অর্গানাইজেশন (এসএসও)। শুধু তাই নয়, ফ্রি সেনিমার শেষে এসএসও উদ্যোক্তা হওয়ার বিষয়ে সহযোগিতাও করবে।
নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে দেখতে চাইলে আগ্রহীরা এখনই নাম লিখাতে পারেন ফ্রি সেমিনারে অংশগ্রহণের জন্য। এজন্য ০১৬২৯৬০৭৩৬৭ নম্বরে যোগাযোগ করে নাম ও ঠিকানা পাঠিয়ে দিন। ৮ অক্টোবর শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এই সেমিনার।
সেমিনারের উদ্যোক্তাদের একজন ফারজানা মিমি ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা একটা উদ্যোগ নিয়েছি সারাদেশে উদ্যোক্তা তৈরির। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা, বেকারত্ব দূরীকরণ ও মানুষকে কর্মজীবী করে তোলা। নিজেরা বসে না থেকে কিছু করার জন্য দক্ষতা তৈরি করা। আমাদের লক্ষ্য সারাদেশে এক লাখ উদ্যোক্তা তৈরি করা। তিনি বলেন, যে কেউ সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন।
এনএইচবি/আরএ/